নিজস্ব সংবাদদাতা: ঐতিহ্যবাহী ব্রিগেড প্রান্তরে আজ প্রাক-নির্বাচনী প্রচারে নামছে বাম বাহিনী। ব্রিগেড প্রচারের জন্য ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি ভাইরাল হওয়ার পর থেকেই চর্চায় রয়েছে বামেদের সমাবেশ। তবে এবারের রাজনৈতিক সমীকরণের দিকে চোখ রাখলে ব্রিগেডের তাৎপর্য আলাদা মাত্রা পাচ্ছে

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল আর বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বামফ্রন্ট। শুধু তাই নয়, আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) সঙ্গেও জোট প্রক্রিয়ার কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিন দলের জোট হলে তার শক্তি যে বাড়বে তা বলাই বাহুল্য।এহেন উত্তাপের আবহে ব্রিগেড সমাবেশের অভূতপূর্ব মেনু স্থির করেছে বামেরা। জানা গেছে, এবার ব্রিগেডে মাঠ ভরানো সমর্থকদের জন্য বাম শিবিরের তরফ থেকে রাখা হচ্ছে রুটি সবজির প্যাকেট

তবে শুধু রুটি তরকারি নয়, ব্রিগেড চলাকালীন সমর্থকদের জন্য রাখা হবে কিছু শুকনো খাবারের ব্যবস্থাও। তার জন্য জেলায় জেলায় মানুষের দরজায় ঘুরে মুড়ি চানাচুর সংগ্রহের প্রক্রিয়াও চলছে পুরোদমে।সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, একসঙ্গে এত রান্না হবে না। প্রতিটি এরিয়া কমিটি থেকে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছোবে রুটি তরকারি।

উল্লেখ্য, এর আগে তৃণমূলের ২১ জুলাই সমাবেশে একবার ডিম ভাত খাওয়ানোর পর থেকেই বঙ্গ রাজনীতির মঞ্চে জনপ্রিয় হয়েছিল এই খাবার। এমনকি দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী ‘মা প্রকল্পেও’ মেনু হিসেবে রেখেছিলেন ডিম ভাত। কিন্তু খাবারের প্রলোভন দেখিয়ে ব্রিগেড ভরানোর ধারে কাছ দিয়েই যাচ্ছে না বাম দলগুলি। রুটি তরকারির সঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষের ভাবমূর্তি যেন খানিক প্রতিফলিত হচ্ছে।

প্রসঙ্গত, ব্রিগেডে বামেদের সঙ্গে এবার মঞ্চে মাইক হাতে থাকছেন কংগ্রেস নেতৃত্বও। বক্তৃতা রাখবেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী। এখনও পর্যন্ত জোট চূড়ান্ত না হলেও সিদ্দিকীর উপস্থিতি ব্রিগেডের জোর বাড়াবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।