নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন যাবৎ চলতে থাকা প্রচণ্ড গরমের দাবদাহ থেকে গতকাল সন্ধ্যার পর কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কিছুটা রেহাই মিলবে গরমের হাঁসফাঁসানি থেকে। গতকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। সেই ধারা বজায় থাকবে বৃহস্পতিবারেও। আজ সারাদিনের তাপমাত্রা ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বুধবার সকাল থেকে তীব্র দাবদাহের পর রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যাতেও বৃষ্টিতে ভিজতে পারে শহর ও তৎসংলগ্ন এলাকা। ঝেঁপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা অস্বস্তি বাড়াবে। আর সন্ধ্যার দিকে মিলতে পারে স্বস্তি। হতে পারে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

উল্লেখ্য, বুধবার সারাদিনের তীব্র দাবদাহের জ্বালা জুড়িয়ে গিয়েছিল রাতের দিকে। ঠান্ডা ঝোড়ো হাওয়া ও কয়েক পশলা বৃষ্টি স্বস্তি দিয়েছিল আপামর শহরবাসীকে। আরামের ঘুম ঘুমিয়েছিল শহরবাসী। বৃহস্পতিবারও সেরকমই পূর্বাভাস রয়েছে জেলাগুলির জন্য। হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠ দফার ভোটের উত্তাপ পার করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, যেমন কলকাতা, দুই ২৪ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবেএ শুধু দক্ষিণবঙ্গ নয়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। পাহাড়ের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর সেখানেও বৃষ্টির দোসর হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি বেগে। সবমিলিয়ে প্যাচপ্যাচে গরম থেকে আপাতত কয়েকটা দিন সাময়িক মুক্তি পাওয়ার আশাতেই রয়েছে রাজ্যবাসী।