নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যে ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচন। বাংলার ৪টি জেলায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান- এই ৪ জেলার মোট ৪৩ আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বেলা ১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৫৭.৩০ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৬০.৪৫ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৫৯.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৫১.৯৬ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৬২.৭২ শতাংশ।

আবার দুপুর ৩টে অবধি কত শতাংশ ভোট পড়েছে সেই হিসাবও দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৭০.৪২ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৭১.৯৬ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৭৪.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৬৫.০৮ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৭৫.২০ শতাংশ।

তবে এই ৪ জেলায় এখনও পর্যন্ত কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনও বড়সড় অশান্তির খবর সামনে আসেনি। তবে যে সমস্ত খবরগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একটি বুথের কাছে বোমাবাজির ঘটনা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এ ছাড়াও গলসির সুজাপুর গ্রামে সকাল থেকেই দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সুজাপুর গ্রামবাসীদের একাংশ নিরাপত্তার অভাবে ভোট বয়কট করে বিক্ষোভও দেখিয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগে হাবড়ায় অবস্থান বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখানোয় আতঙ্কে এলাকার বাসিন্দারা ভোট দিতে যাচ্ছেন না। সংখ্যালঘু এলাকা বলে কেন্দ্রীয় বাহিনী মারধর করছে বলে গুরুতর অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, গতকাল রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় তাণ্ডব চালাচ্ছে। সংখ্যালঘু ভোটারদের মারধর করা হয়। আতঙ্কে ভোটাররা ভোট দিতে চাইছেন না। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তিনি।