ভোট প্রচারে ঝড় তুলে সবার নজর কেড়েছেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী দীনেশ দাস। বিকল্প মডেল এনে ভোটে লড়া দীনেশ গত এক মাস ধরে বনগাঁর অলিগলি চষে বেরিয়ে নিজের প্রচার করেছেন। ফেসবুক সহ নানা সোশ্য়াল মিডিয়াতেও নিজের বক্তব্য তুলে ধরে ভাইরাল হয়েছেন। আজ সেই বনগাঁ উত্তরে ভোট। সকল থেকে ভোটের কাজে ব্যস্ত দীনেশ দাস। তার মাঝে নিজের ভোটটাও দিয়ে দিয়েছেন। তাঁর ফাঁকেই ‘বাংলা খবর’কথা বলল দীনেশ দাসের সঙ্গে।

প্রশ্ন: ক মাস তো চুটিয়ে প্রচার করলেন। পড়াশোনা শেষ, আজ পরীক্ষা। কী বলবেন?
দীনেশ দাশ: (হেসে উত্তর) দেখুন আমি ভাল ছাত্র। মন দিয়ে পড়েছি, আগামী দিনে আরও ভাল পড়ে দেশের কাজে লাগব। এটাও পরীক্ষাকদের বলেছি। তাই মনে হয় পরীক্ষকরা আমায় লেটার মার্কস দিয়েই পাশ করাবেন। তবে ভোটের পরীক্ষা তো শুধু উত্তরপত্রে ভাল লিখলেই হয় না, আরও অনেক এদিক-সেদিক ব্যাপার থাকে। তাই পরীক্ষকদের আগেই বলেছি, পাশ করি ফেল করি পড়াশোনা চালিয়ে যাবো।

প্রশ্ন- ভোটের হাওয়া কী বুঝছেন?
দীনেশ দাস: হাওয়ার কিছু নেই। মানুষ ভোট দিচ্ছে। মিডিয়ার এইসব হাওয়ার প্রয়োজন আছে, মানুষের নেই।

প্রশ্ন: কী মনে হচ্ছে মানুষ কোন দিকে ভোট দেবে
দীনেশ দাস: ভোট তো ব্যক্তিগত ব্যাপার। ইভিএমের সামনে গিয়ে ঘেরা জায়গায় দাঁড়িয়ে মানুষ কাকে ভোট দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।

প্রশ্ন: বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। কী বলবেন

দীনেশ দাস: খুবই দু:খজনক। মানুষ ভোট দিতে এসে মার খাচ্ছে, মারামারি হচ্ছে, বুথের বাইরে বোমাবাজি চলছে। এসব দেখে খারাপ লাগে। তবে দেখতে হবে ঝামেলাগুলো কেন হচ্ছে। আসলে সবই তো ক্ষমতা দখলের রাজনীতি। এই রাজনীতি থেকে মুক্তি দিতেই তো লড়ছি। আর বেশি কিছু বলব না। প্রচারে সব বলেছি, আজ ভোটের পালা।