করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই রাজ্যে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের চার জেলার ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণে বেশ কিছু এলাকা থেকে আসছে অশান্তির খবর। তবে বেশিরভাগ জায়গাতেই শান্তিতে ভোট হচ্ছে। করোনা বিধি মেনেই চলছে ভোট। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকেই অশান্তির খবর সবচয়ে বেশি আসছে। কেতুগ্রামে একটি বুথের কাছে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে।

বীজপুর বিধানসভার হালিশহর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোট দিতে বাধা তৃণমূলের বিরুদ্ধে। আহত হন বিজেপি কর্মী ও তাঁর মা। রক্তাক্ত অবস্থায় বাড়িতে বৃদ্ধা। বুথ জ্যামের অভিযোগে নদিয়ার চাপড়া পটিয়া থেকে ২ জনকে আটক করলো চাপড়া থানার পুলিস। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বেরিয়ে পড়েছিলেন রাজ। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় পৌঁছতেই রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। মঙ্গলকোটে তৃণমূলের বুথ এজেন্টরমেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজপুর কাঁচরাপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের দু’বারের কাউন্সিলর। আজ সকালে ভোট কেন্দ্র থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি কর্মীরা লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ৬ নম্বর দফার ছয় তারকা প্রার্থী
ষষ্ঠ দফায় নদিয়া ও উত্তর ২৪ পরগণার বেশ কিছু আসনে কঠিন লড়াই হতে চলেছে। গত বিধানসভা ভোটে তৃণমূল এসব জায়গায় অনায়সে জিতলেও ২০১৯ লোকসভা ভোটে বিজেপি সে সব জায়গায় লিড পায়। এবার দেখার ২০১৬- না ২০১৯ কোন ভোটের প্রবণতা দেখা যায়। উত্তর দিনাজপুরে ২০১৯ লোকসভা ভোটে বিজেপি দারুণ ফল করে। উত্তরবঙ্গের এই জায়গায় দিদি এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। পূর্ব বর্ধমানের যে ৮টি আসনে ভোট হচ্ছে কাটোয়া আর গলসি ছাড়া বাকি ৬টি আসনেই ২০১৯ লোকসভায় লিড ছিল তৃণমূলের। নদিয়ায় আবার কৃষ্ণনগরের দুই আসন, ও তেহট্টে বিজেপি এগিয়ে থাকলেও বাকি ৫টাতে লিড ছিল তৃণমূলের।

ষষ্ঠ দফায় তারকা প্রার্থী চিত্র পরিচালক রাজ চক্রবর্তী (বারাকপুর), কৌশানি মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর)। তবে রাজ, কৌশানিরা নন, ষষ্ঠ দফায় আসল তারকা প্রার্থীরা হলেন রাজ্যের দুঁদে রাজনীতিবিদরাই। মুকুল রায় (কৃষ্ণনগর উত্তর), জ্যোতিপ্রিয় মল্লিক (হাবরা)-র মত রাজনীতিবিদরা এই দফায় প্রার্থী। অর্জুন সিং ও মুকুল রায়ের ছেলেরাও এই দফায় প্রার্থী। এবার দেখার করোনাকালে রাজ্যবাসীর মন কোন দিকে যায়।

২২ এপ্রিল, বৃহস্পতিবার ষষ্ঠ দফায় কোন কোন কেন্দ্রে ভোট:

উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২-তে ভোট হবে।

উত্তর দিনাজপুর (১০টি আসনে): চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

নদিয়া (৮টি আসনে):তেহট্ট, করিমপুর, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।

উত্তর ২৪ পরগনা (১৭টি আসনে): বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ,বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

পূর্ব বর্ধমান (৮টি আসনে): ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।