নিজস্ব সংবাদদাতা: আজ বাংলায় পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে বেশ শান্তিপূর্ণ ভাবেই প্রতিটি জায়গায় শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তেজনার পারদ চড়েছে। বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যেই অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেই পরিস্থিতিতেই ভোটগ্রহণ চলছে বুথে বুথে। সূত্রের খবর, সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাজ্যে ৩৬.০২ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। আর দুপুর ১ টা পর্যন্ত সবমিলিয়ে ভোটের হার ৫৪.৬৭ শতাংশ।

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং বর্ধমানের কিছু অংশ, এই ৬ জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে সল্টলেকের শান্তিনগরে বুথের বাইরে অবৈধ জমায়েত ঘিরে পরিস্থিতি তেতে উঠেছিল সকালেই। এ ছাড়াও বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এই উত্তর ২৪ পরগনারই বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রর বিরুদ্ধে ১৮টি গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী তাপস রায়। ভোটারদের প্রভাবিত করতেই এই কাজ বলে মনে করছে ঘাসফুল শিবির।

তবে সমতলের তুলনায় পাহাড়ের পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ। সকাল ১০টা পর্যন্ত দার্জিলিংয়ে ভোট পড়েছে ৩৩.৫১ শতাংশ। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এখনও পর্যন্ত যথাক্রমে ৩৯.২৭ এবং ৩৪.৬৯ শতাংশ ভোট পড়েছে। আবার দুপুর ১টা অবধি জলপাইগুড়িতে ভোটের হার ৫৯.৫৭ শতাংশ। কালিম্পংয়ে ৪৩.২৮ শতাংশ এবং দার্জিলিংয়ে ৫১.১৫ শতাংশ।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের নদীয়ায় সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৪০ শতাংশ। উত্তর ২৪ পরগনায় বেলা ১০টা পর্যন্ত ৩৩.৩৪ শতাংশ ভোট পড়েছে। পূর্ব বর্ধমানে ৩৮.৬২ শতাংশ ভোট পড়েছে। ঠিক তেমনই দুপুর ১টা অবধি উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৫০.৩৭ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোটের হার ৫৮.২০ শতাংশ এবং নদীয়ায় ৫৭.৭২ শতাংশ।