1লা জুলাই থেকে নিয়মে হচ্ছে বদল, প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে

আগামী 1লা জুলাই থেকে দেশে সাধারণ মানুষের জীবনে বদলে যাবে একাধিক নিয়ম। ব্যাঙ্কিং , আয়কর এবং গ্যাস সিলিন্ডার সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে। যা আপনার পকেট এবং পরিবারের বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। LPG সিলিন্ডার বা রান্নার গ্যাসের দাম প্রতি মাসে শুরুতেই আপডেট হয়। SBI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা এবং চেক সংক্রান্ত নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে। জেনে নিন কী কী পরিবর্তন হতে চলেছে –

Cost and taxes
bloombergquint.com

রান্নার গ্যাসের দাম –

১ জুলাই থেকে LPG সিলিন্ডার বা রান্নার গ্যাসের নতুন দাম সামনে আসবে। সাধারণত প্রতি মাসে তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করে। ১৪.২ কেজি সিলিন্ডার ছাড়াও ১৯ কেজি সিলিন্ডারের দামও পরিবর্তন সম্ভব। এবার দেখতে হবে জুলাই মাসে এলপিজি-র দাম বাড়বে কি না।

টাকা তোলার নিয়মে বদল আনা হলো –

দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক State Bank of India 1লা July, 2021 থেকে ATM অথবা শাখা দফতর থেকে টাকা তোলার ব্যাপারে নিয়মের পরিবর্তন ৷ নতুন নিয়ম অনুযায়ী শাখা থেকে বা SBI এর কোনো Atm থেকে টাকা তোলার সময়ে বাড়তি tax দিতে হবে ৷ এই বর্ধিত শুল্ক বেসিক সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটের ক্ষেত্রে কার্যকর হবে৷ SBI এর পক্ষ থেকে জানানো হয়েছে চারবার এটিএমের মাধ্যমে টাকা তুলতে কোনও বাড়তি চার্জ দিতে হবেনা ৷ তারপর থেকে টাকা তুলতে গেলে প্রতিবার ১৫ টাকা সঙ্গে GST দিতে হবে ৷ SBI এর পক্ষ থেকে চেকের মাধ্যমে একদিনে নগদ টাকা তোলার পরিমাণ বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে ৷ পাসবইয়ের সঙ্গে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ফর্মের সাহায্যে ২৫,০০০ টাকা একদিনে তুলতে পারেন ৷ এই সীমাও বৃদ্ধি করা হয়েছে ৷

cheque book fee – ১ জুলাই

১ লা জুলাই ২০২১ থেকে

চেকবুকের ক্ষেত্রেও পরিবর্তন আনছে SBI। চেকবইয়ের ক্ষেত্রেও নতুন শুল্ক প্রয়োগ করতে চলেছে SBI। SBI basic savings account হোল্ডারদের বছরে ১০ পাতার চেকবই বিনামূল্যে দেওয়া হয়ে থাকে ৷ আবার সেই ১০ পাতার চেকবুকের ক্ষেত্রে চার্জ দিতে হবে ৷ ১০ পাতার চেক বইয়ের ক্ষেত্রে দিতে হবে ৪০ টাকা সঙ্গে GST ৷ ২৫ পাতার চেক বইয়ের জন্য দিতে হবে ৭৫ টাকা সঙ্গে GST ৷ এমার্জেন্সি চেকবুকে ক্ষেত্রে ১০ পাতার বইয়ের জন্য দিতে হবে ৫০ টাকা সঙ্গে GST ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে চেকবুকের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

Income tax

এখনও আয়কর রিটার্ন জমা দেন নি? উত্তর হ্যাঁ হলে দ্বিগুণ হারে আয়কর দিতে হবে। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন অর্থ আইন বিভিন্ন উৎস থেকে সঠিক আয়ের হিসেব পাওয়া নিশ্চিত করতে কর আদায়ের সুযোগকে আরও বাড়িয়েছে। অর্থ আইন ২০২১ অনুসারে, যদি কোনও করদাতার উৎসমূলে কাটা কর (টিডিএস) বছরে ৫০ হাজার টাকার চেয়ে বেশি হয় ও গত ২ বছর তিনি টিডিএস না জমা দিয়ে থাকেন তবে ১ জুলাই থেকে আয়কর রিটার্ন জমা করার সময় তাঁকে বেশি হারে টিডিএস জমা করতে হবে। এই হার সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত হতে পারে।