নিজস্ব সংবাদদাতা: বাংলায় যেমন ভোটের উত্তাপ বেড়েছে, তেমনই সূর্যের প্রখর রোদের তাপমাত্রাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজ সপ্তাহের প্রথম দিন রাজ্যের ৫ জেলার ৩৪ টি আসনে ভোট। যেই কারণে সকাল থেকে আবহ বেশ উত্তপ্ত। তেমনই ভোটের দিন আবহাওয়াও বেশ অস্বস্তিকরই। গতকাল সকালে ২৭.৪  ডিগ্রি ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি বলছে হাওয়া অফিস। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি উপরে। এখানেই শেষ নয়, আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

সোমবার সপ্তম দফার ভোটের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। এরমধ্যে হাওয়া অফিস বলছে, চলতি  সপ্তাহে  শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রিও পার করে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। একইসঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। তবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই।

পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এমনকি আগামী ২-৩ দিনে দিনেরবেলা তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তেও পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের জেলাগুলিতে আগামী ২-৩ দিনে দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দিল্লীর মৌসম ভবন আগেই জানিয়েছিল, এবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দেবে দেশের তাপমাত্রা। দাবদাহে জ্বলবে গোটা ভারত। তবে বৃষ্টিপাত হবে স্বাভাবিক। কিন্তু কবে নামবে সেই বৃষ্টি? কবে মানুষ স্বস্তির নিঃশ্বাস নেবে? এতে হাওয়া অফিসের পূর্বাভাস, এপ্রিলের শেষে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মে-র প্রথম সপ্তাহেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মাটি। আগামী মাসের প্রথম দিকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর।