টাকা হাতাতে আবার নতুন করে ফাঁদ পেতেছে প্রতারকরা। গ্রাহকদের কাছে ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে স্টেট ব্যাঙ্কের নামে। আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন এবং এই ফাঁদে পা দেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে। কিভাবে বাঁচবেন এই জালিয়াতি থেকে? আসুন জেনে নিই ।নিজের ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থে নিজেই সতর্কতা জারি করেছে SBI।
সেখানে বলা হয়েছে, ব্যাঙ্কের নামে কোনও অচেনা অজানা লিঙ্ক ওপেন করবেননা। নোটিফিকেশনটি এড়িয়ে যান। সবসময় কোনও পদক্ষেপ নেওয়ার আগে সেটি ভালোভাবে যাচাই করুন। যাচাই করে নিন কোনও লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্ক আপনাকে কোন ওয়েবসাইট বা পোর্টালে রিডিরেক্ট করতে পারে? তার জন্যে আপনাকে ইউআরএলটি বা সেন্ডার এর নামটি ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। দেখতে হবে সেখানে SBIBNK, SBIINB, SBOPSG বা SBINOI – এর মতো কিছু লেখা রয়েছে কিনা।
আপনাকে মাথায় রাখতে হবে কোনও ব্যক্তিগত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড বা ওই সংক্রান্ত কোনও সংবেদনশীল তথ্য কোনওভাবেই শেয়ার করবেন না। তার গ্রাহকদের পরিচিতি যাচাই করতে SBI কখনোই কোনো ওয়েবসাইটে গ্রাহকের তথ্য শেয়ার করতে বলেনা। যদি আপনি কোনওরকম হুমকিও পান, মনে রাখবেন তা সবই প্রতারণার অংশ।