আর হোম সেন্টার নয়, পুরনো নিয়মকেই কি বেছে নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ?

সব পরীক্ষার্থীর মুখে এখন প্রশ্ন একটাই। আগামী বছরে কোন নিয়ম অবলম্বন করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? আসুন একটা স্পষ্ট ধারণা করা যাক এ বিষয়ে। আগামী বছর থেকে পুরোনো নিয়মেই ফিরতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

হোম সেন্টারের বদলে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার নিয়মেরই আবার পুনরাবৃত্তি করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতিতে এ বছর হোম সেন্টারে পরীক্ষা নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে সংসদের খরচ বেড়েছে বহুগুণ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ - হোম সেন্টার নয়

প্রতিটি স্কুলে পরীক্ষা চলার জন্য বাড়াতে ভেনু সুপারভাইজার এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বাড়াতে হয়েছে। তাই এইসব বাড়তি খরচের জন্যই সংসদ পুরোনো নিয়মেই ফিরে যেতে চায়। পরীক্ষা পরিচালনার খরচ কমানোটাকেই প্রাথমিকভাবে মাথায় রাখছে সংসদ। আগামী ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বেলা ১১ টার সময় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন যা সাড়ে ১১ টা থেকে ওয়েবসাইট মারফত জানা যাবে। মার্কশিট ও সার্টিফিকেট ২০ জুন থেকে পাওয়া যাবে।