রং-তুলি হাতে টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান! ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়

সাদা ক্যানভাসে রংবেরংয়ের তুলির ছোঁয়ায় গৌতম বুদ্ধের ছবি আঁকলেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। খুব অল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় জগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।তবে তিনি যে এত ভালো ছবিও আঁকতে পারেন সে কথা হয়ত অনেকের কাছেই অজানা ছিল। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম আ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘The world needs more colours’ অর্থাৎ এই পৃথিবীতে আরও রঙের দরকার।

নুসরত
The Bengal Story

ভিডিটিতে দেখা যাচ্ছে তিনি রং তুলি হাতে গৌতম বুদ্ধের ছবি আঁকছেন। নীল, হলুদ,সবুজ নানান রংয়ের বাহার রয়েছে সেই ছবিতে। বুদ্ধর মুখের পাশে ছড়িয়ে রয়েছে গাছের পাতা। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান। বুদ্ধের সঙ্গে গাছের পাতার একটা নিবিড় যোগ রয়েছে, তা অনেকেরই জানা। নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রামে এক শালগাছের তলায় সিদ্ধার্থ জন্ম নেন। আবার, একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসেই বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। নুসরতের আঁকা ছবিতে ঠিক সেই বিষয়টি ফুটে উঠেছে। 

IMG 20200928 122626
B20masala

এর আগেও তিনি বহুবার সমালোচিত হয়েছেন স্যোশাল মিডিয়ায় কখনো করোনা বিধিঁ না মেনে দুর্গা মন্ডপে অজ্ঞলি দিতে গিয়ে আবার কখনো বা টিকটক ভিডিও করে। তবে এবার তিনি এক মানবিকতার নজির গড়লেন। গৌতম বুদ্ধের ছবি এঁকে তিনি এটা স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তার জাত যাই হোক না কেন তিনি সকল জাতিকে সমান শ্রদ্ধা করেন কোন ভেদাভেদ করেন না। তার এই ছবি আঁকার ভিডিও প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের স্বীকার হন তিনি।  কারও কথায়, “বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং নেই কেন?” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন,“কোন শিল্পীর আঁকা ছবিতে উপর তিনি তুলি বোলাচ্ছেন? অন্যদিকে নুসরতের এই নতুন প্রতিভা দেখে কমেন্ট বক্সে প্রশংসা ও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছে তার অনুরাগীরা।

দেখুন সেই ভিডিও- https://www.instagram.com/p/CIqob56Hy4A/?utm_source=ig_web_copy_link