নিজস্ব সংবাদদাতা: মার্কিন পপ তারকা রিহানার পর গত দু’মাস ধরে চলতে থাকা দিল্লীর সীমান্ত এলাকাগুলির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। যার পর চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি তাঁর শেয়ার করা ‘টুলকিট’ নিয়েও কম বিতর্ক হয়নি। এবার সেই বিতর্কে নয়া মোড়। বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরু থেকে আটক করা হল ২১ বছরের এক পড়ুয়া ও পরিবেশ কর্মী দিশা রবিকে। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি ওই বিতর্কিত ‘টুলকিট’টি সম্পাদনা করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। জানা গিয়েছে, আজ সকালে দিশাকে তাঁর বাড়ি থেকেই তুলে নিয়ে যায় পুলিশ

উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটার শেয়ার করা ‘টুলকিট’ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে হওয়া অশান্তির পরে এই মাসের গোড়ায় আন্দোলনকে সমর্থন করে তা শেয়ার করেছিলেন গ্রেটা। দিল্লী পুলিশের দাবি, ওই ‘টুলকিট’ আসলে খলিস্তানিদের তৈরি করা। পাশাপাশি, পুলিশের অভিযোগ, সেই ‘টুলকিট’-র মধ্যে হিংসা উস্কানি দেওয়ার যথেষ্ট উপাদান রয়েছে।

এছাড়াও, ভারত সরকারের বিরুদ্ধে ‘সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করার বার্তাও নাকি রয়েছে সেই বিতর্কিত ‘টুলকিটে’। এমনকী, ২৬ জানুয়ারির ঘটনার সঙ্গে ‘টুলকিটে’ দেওয়া উস্কানির সম্পর্ক রয়েছে বলেও পুলিশের ধারণা। যদিও গ্রেটা সেটি পরে শেয়ার করেছেন, তবুও খলিস্তানিদের মতো ভারত-বিরোধী শক্তিরা যে ষড়যন্ত্র সাধারণতন্ত্র দিবসে করেছিল, তার সঙ্গে এর উস্কানির সাযুজ্য রয়েছে বলেই মত পুলিশ প্রশাসনের।

উল্লেখ্য, কেবল বেঙ্গালুরুর দিশাই নন, আরও অনেকের উপরেই পুলিশ র নজর রেখেছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করেছে। প্রসঙ্গত, ফ্রাইডে ফর ফিউচার’ প্রচার অভিযানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ২১ বছরের দিশা। ২০১৮ সালের আগস্ট মাসে নিজের স্কুল বন্ধ করে পরিবেশ আন্দোলন শুরু করেছিলেন গ্রেটা। সেই সময় থেকেই গ্রেটার আন্দোলনকে ভারতে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন দিশা ও তাঁর মত আরও অনেকে। সেইসময়েই শুরু করেন পরিবেশ আন্দোলন। এহেন এক বিখ্যাত তরুণী পরিবেশ কর্মীর গ্রেফতারির পেছনে নোংরা রাজনীতিই দেখছেন দেশের অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ।