নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনের সময় আচমকাই বিভিন্ন বাস্তবসম্মত ভিডিও পােস্ট করে মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘােষ । তারমধ্যে ছিল তার একটি বিখ্যাত কবিতা , দাদা আমি সাতে পাঁচে থাকি না । কিন্তু রুদ্রনীল নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবারই ধোঁয়াশা সৃষ্টি করছেন । এবার তার কার্যকলাপে বিজেপিতে যােগদানের গুঞ্জন আরাে উস্কে উঠছে । বিশেষ করে ব্যয়বহুল দাবি করে কলকাতা চলচ্চিত্র উৎসবে না গিয়ে ভিক্টোরিয়া মেমােরিয়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তােলায় তার বিজেপিতে যােগদানের সম্ভাবনা নিয়ে জল্পনার পারদ বাড়িয়ে দিয়েছে । ছাত্রজীবনে পুরােপুরি বামপন্থী ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘােষ । পরবর্তী জীবনে তৃণমূলপন্থী হয়ে রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি । কিন্তু প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খামতি নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে গেলে তাকে চালিয়ে নিতে বলা হয়েছে । বলে প্রকাশ্য বিভিন্ন অনুষ্ঠানে দাবি করেছেন রুদ্রনীল । আর তারপর থেকেই সচেতন ভাবে তৃণমূলের থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে চলছেন তিনি । যদিও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালােচক হলেও প্রকাশ্যে তাকে কখনাে মুখ্যমন্ত্রী বা তৃণমূলকে কটু কথা বলতে শােনা যায়নি ।
ফেসবুকে ভিক্টোরিয়া মেমােরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সঙ্গে তােলা একটি সেলফি পােস্ট করার পরই অভিনেতার উদ্দেশে ধেয়ে এসেছে বাক্যবাণ । দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বাক্যালাপ সেই জল্পনাকে আরও উসকে দিলেও , এবার মােদীর সঙ্গে সেলফি পােস্ট কিন্তু রুদ্রনীলের বিজেপিতে যােগ দেওয়ার গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছে বললেই চলে । গতকাল ২৩ জানুয়ারি দেশনায়ককে সম্মান জানিয়ে ভিক্টোরিয়া মেমরিয়ালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী । একদিনের বাংলা সফরে এসে নেতাজি নিয়ে বক্তৃতা রাখলেও এটা যে একুশের বিধানসভা নির্বাচনের ‘ মােক্ষম ‘ স্ট্র্যাটেজি , তা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে ইতিমধ্যেই আলােচনা শুরু হয়েছে । আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেই যােগ দিয়েছিলেন রুদ্রনীল ঘােষ । প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি পােস্ট করে নিজেই জানিয়েছেন সেকথা । মুখে মাস্ক , চোখে উল্লাস নিয়ে নরেন্দ্র মােদীর সঙ্গে নিজস্বী তুলেছেন রুদ্রনীল ঘােষ । সেই ফ্রেমে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকরকেও । যিনি সম্প্রতি আরেক তৃণমূল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্বের ইস্তফা গ্রহণ করেছেন । মােদীর সঙ্গে এই ছবি পােস্ট করতেই টলিউড অভিনেতার বিজেপিতে যােগ দেওয়ার জল্পনা যে আরও পাকাপাকি হয়ে গেল , তা বলাই বাহুল্য । তবে অভিনেতার নিজের এখনও দাবি , এই বিষয়ে আরাে পাকাপাকিভাবে সিদ্ধান্ত তিনি আর কিছুদিন পরে জানাবেন।