নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই আজ সকাল থেকে বাংলায় শুরু হয়ে গিয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনব প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই কার্টুন-সম্বলিত ভিডিও বানিয়ে চমকে দিয়েছে শাসক দল। এমনকি এসেছে সুপার মারিও ভিডিও গেমের আদলে একটি ভিডিও। এবার এল ফাইটার দিদি পার্ট টু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “যখন অন্যায় দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে এবং কেন্দ্র সাধারণ মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করে, তখন একজনই আপনার পাশে এসে দাঁড়ান। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার জন্যে লড়েছেন, লড়ছেন, লড়বেন।”

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক মাস ধরে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূলও। আর এই লড়াইয়ে জোর দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়ের ডিজিটাল টিম। জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের আসনগুলিই এই নির্বাচনের সবচেয়ে হটসিট। যেখানে ইতিমধ্যেই আজ নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এখানে সরাসরি পেশিশক্তির লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সেই কারণেই ক্ষণে ক্ষণে রণকৌশলে চমক। স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন কিন্তু উঠেই আসছে, যা চিরাচরিত, একা মমতা বন্দ্যোপাধ্যায়ই কি তৃণমূলের বাজি জঙ্গলমহলেও? তাই যদি হয়, তবে যে জঙ্গলমহল লোকসভায় দিদির ডাকে সাড়া দেয়নি, সে এবার দেবে তো?

তৃণমূল কংগ্রেস যে প্রচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে তার নাম দেওয়া হয়েছে ‘ফাইটার দিদি’। সেখানে দেখানো হয়েছে তিনি একা লড়াই চালিয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের ব্যাগে ভরে গুজরাত পাঠিয়ে দিচ্ছেন স্পিড পোস্টে করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলমহলে বিজেপি অন্ধকার নিয়ে আসছে। আদিবাসী গ্রামের ঘরে আগুন লাগানো হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি, ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্যবৃদ্ধি তার প্রভাব পড়ছে মানুষের ওপরে। আর তখনই নিজের জ্যোতি ছড়িয়ে নন্দীগ্রামে হাজির মমতা। তিনি তাঁর একক দক্ষতায় জঙ্গলমহলের কন্যাদের নিয়ে লড়াই করে জঙ্গলমহলে পরাস্ত করছেন প্রতিদ্বন্দ্বীদের। তারপর তাদের  বস্তায় ভরে স্পিড পোস্টে করে পাঠিয়ে দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই কয়েক লাখ ভিউজ হয়েছে। শেয়ারও হয়েছে কয়েক লাখ।