বহিরাগত ইস্যুতে ফের মমতা ব্যানার্জিকে জবাব দিলেন নরেন্দ্র মোদী। বুধবার কাঁথির সভায় মমতার বিরুদ্ধে সুর চড়ালেন মোদী। বিজেপি বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছে মমতার এই অভিযোগের জবাবে, মোদী বলেন কেউ ‘বহিরাগত’ নয়, সবাই ভারতমাতার সন্তান। তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ, তোলাবাজির অভিযোগ ফের তোলেন মোদী।

আরও পড়ুন: হাসপাতাল থেকেই ভোট দিলেন করোনা রোগীরা

পাশাপাশি প্রধানমন্ত্রী ফের সাফ জানিয়ে দেন, তৃণমূলকে হারিয়ে আপনারা যে বিজেপি সরকার গঠন করতে চলেছেন তার মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হবেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের প্রচারের অন্যতম হাতিয়ার ‘বহিরাগত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নড্ডা-সহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের এক ঝাঁক নেতা-মন্ত্রীকে এ রাজ্যে প্রচারে নামিয়েছে বিজেপি। তৃণমূল সেটাকে কটাক্ষ করে বিজেপিকে বহিরাগত ইস্য়ুতে বিঁধছে।

আর তৃণমূলের সেই আক্রমণকেই সোজা ব্যাটে খেলে মোদী টানলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। মোদী বললেন,”পর্যটক বলা হচ্ছে, বহিরাগত বলা হচ্ছে। এটা তো বাংলার অপমান। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই ভূমিতে কাউকে বহিরাগত হিসেবে দেখতেন না।”গতকাল মেদিনীপুরের এক রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবাঙলার মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্র। বহিরাগত ইস্য়ুতেও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছিলেন শাহ।

https://fb.watch/4qNCRs8cfK/