নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে এখনও যে বঙ্গ রাজনীতিতে বাকি আছে অনেক রঙ্গ, যত দিন যাচ্ছে ততই ক্রমশ স্পষ্ট হচ্ছে সেই ইঙ্গিত। ভোটের আগে নজিরবিহীন ভাবে রাজনীতির রঙের সঙ্গে মিশে গেছে টলিউড ইন্ডাস্ট্রি। একের পর এক টলি তারকাদের রাজনীতির পতাকা হাতে তুলে নিতে দেখে ভক্তদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। এমতাবস্থায়, বারবার রং বদলানো তারকাদের কটাক্ষ করতেও ছাড়ছে না ইন্ডাস্ট্রির বাকিরা।

08 00 51 images
Wikipedia

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় তারকা রুদ্রনীল ঘোষের রাজনীতি সম্প্রতি রয়েছে টলি চর্চার কেন্দ্রবিন্দুতে। সুযোগ বুঝে ভোটের আগে সমর্থনের দল বদল করেন রুদ্রনীল ঘোষ, এমনটাই অভিযোগ ‘চ্যাপলিন’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে। তাঁর নানা কথায় রাজনীতির ইঙ্গিত পেয়ে বেশ কিছুদিন ধরেই দানা বাঁধছিল জল্পনা। এদিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই অভিনেতাকে নিয়ে রসিকতায় মাতলেন শ্রীলেখা মিত্রও।

বস্তুত, রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি শুধু এখনই নয়, আগেও একাধিকবার সুবিধা অনুযায়ী রাজনৈতিক ভোল বদল করেছিলেন। একসময় যখন পশ্চিমবঙ্গে বাম শাসন প্রতিষ্ঠিত ছিল, তখন তাঁকে লাল ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটতে দেখা যেত। এরপর তৃণমূলী শাসনকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশেও একাধিক বার দেখা গেছে এই তারকাকে। কিন্তু ১০ বছর পর আজ যখন ভোটের আগে রাজ্যে ঘাসফুল শিবিরের ভিত খানিক নড়বড়ে দেখাচ্ছে, তখনই তিনি দল বদলে হাতে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা। এই দল তথা রং বদলকেই রুদ্রনীল ঘোষের নামের সঙ্গে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতার সামিল হয়েছেন টলি পাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রুদ্র

এদিন নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেন শ্রীলেখা মিত্র যেখানে একই ফ্রেমে দেখা যায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের চারটি ছবি। ‘রুদ্রনীল’ নামের সঙ্গে তাল মিলিয়েই অভিনেতার রং বদলের আখ্যান দেখানো হয় সেখানে। কখনো তিনি ‘রুদ্রলাল’, কখনো ‘রুদ্রসবুজ’, কখনো আবার ‘রুদ্রগেরুয়া’। শ্রীলেখা মিত্রের এই পোস্ট ঘিরে রসিকতায় মেতেছেন নেটিজেনরাও। তুমুল ভাইরাল হয়েছে অভিনেত্রীর পোস্ট। টলিউড ইন্ডাস্ট্রির একজন হয়ে সতীর্থের রাজনৈতিক কেরিয়ার নিয়ে এভাবে সরাসরি ব্যঙ্গে মজা পেয়েছেন সকলেই। তবে রুদ্রনীল ঘোষের তরফ থেকে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।