নিজস্ব সংবাদদাতা: অনলাইনে প্রতারণা বর্তমানে আকছার ঘটনা। ঠিক সেরকমই অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কের বিপণন সাইটের মাধ্যমে বাইক কিনতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেছেন এক যুবক। বনগাঁ থানার এড়পোতা এর বাসিন্দা ওই যুবক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তন্ময় মন্ডল নামে ওই যুবকের বক্তব্য, সোশ্যাল নেটওয়ার্কের বিপণন সাইটে তিনি একটি বাইক পছন্দ করেন যার দাম ছিল ৩২ হাজার টাকা। এরপর তিনি মালিকের সাথে কথা বলে গাড়ির দাম ৩০ হাজার টাকা ধার্য করেন। এরপর গাড়ির মালিক তাকে জানায় যে, গাড়ি একেবারে তার বাড়িতে দিয়ে আসা হবে কিন্তু তার জন্য তন্ময় কে সাড়ে ৩ হাজার টাকা আগেই গাড়ির মালিককে দিতে হবে। তন্ময় সেই কথায় রাজিও হয়ে যায়। এছাড়াও গাড়ির মালিক তার থেকে তার পরিচয়পত্রও চেয়ে নেয়। কিন্তু গাড়ি তার বাড়িতে আসার সময় গাড়ির মালিক বিভিন্ন বায়নাক্কা করে তার থেকে আরোও তিন ধাপে টাকা নেয়। কিন্তু তার বাড়িতে বাইক এসে পৌঁছায় না। এর পরেই তন্ময় বুঝতে পারে যে, সে অনলাইন প্রতারণার শিকার হয়েছে।
অভিযোগকারী আরোও জানায়,
এই টাকা লেনদেন এর জন্য সে বিভিন্ন অনলাইন পেমেন্ট ব্যবহার করেছে। বাইক না পেয়ে তন্ময় টাকা ফেরত চাইলে, গাড়ির মালিক জানায় যে সে টাকা ফেরত দেবে না। এর পরেই সে বনগাঁ থানায় অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে।
বনগাঁ থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছেন। এই ঘটনা আরোও একবার মনে করিয়ে দিচ্ছে যে, মানুষকে বার বার সচেতন করেও লাভ হচ্ছে না। তাঁরা ঠিক প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন এবং সর্বস্বান্ত হচ্ছেন। প্রতারকেরাও নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তাই লাগাতার মানুষকে সচেতন করার কাজ চলছে।