নিজস্ব সংবাদদাতা: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করার আগেই হাজরার ‘শান্তিনিকেতনে’ পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বেলা ১১ টার কিছু পরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ১৮৮এ, হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেকের বাড়িতে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মমতা। এরপর অভিষেকের মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে গাড়িতে বেরিয়ে যান।
মুখ্যমন্ত্রী বেরনোর ঠিক ৩ মিনিটের মাথায় সেখানে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ঘড়িতে তখন ঠিক ১১ টা ৩৬। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে তারপরই জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই আধিকারিকরা। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, রাজনীতির বাইরে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের কারণেই এমন গুরুত্বপূর্ণ সময়ে অভিষেকের বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮ মিনিট সেখানে ছিলেন তিনি। প্রয়োজনীয় পরামর্শ দেন। সিবিআই জিজ্ঞাসাবাদের ঠিক আগে অভিষেকের পরিবারের মনোবল বাড়িয়ে ফিরে যান তৃণমূল সুপ্রিমো।
এদিকে, বেলা ১১.৩৬ থেকে দুপুর ১.১৩ পর্যন্ত- প্রায় দেড় ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিট নাগাদ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সূত্রের খবর, দুই মহিলা আধিকারিকের সামনেই বয়ান নেওয়া হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার দেখা করবেন বলে গতকালই সিবিআইকে জানিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজকে সকাল ১১.৩৫ নাগাদ হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতন’-এ পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সিবিআইয়ের এগারো সদস্যের দল মিলে এদিন প্রশ্ন করেন রুজিরাকে। গতকাল সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল রুজিরার বোন মেনকাকে। আজ জিজ্ঞাসাবাদ পর্বের শেষেই সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান নিজাম প্যালেস-এ।