আম্বানি পরিবারে আসতে চলছে নতুন সদস্য? প্রথম প্রকাশ্যে এলো তার সম্মন্ধে বিস্তারিত তথ্য

আম্বানি পরিবারের নতুন সদস্যা হিসেবে কি নাম জুড়তে চলেছে আরেক নৃত্যশিল্পীর? ধীরু ভাই আম্বানি পুত্রবধূ নির্বাচন করেছিলেন পুত্রবধূর নাচ দেখে। ইতিহাসেরই কোথাও পুনরাবৃত্তি ঘটলো আবার। এবারেও আম্বানি পরিবারের ছোট ছেলের পছন্দ হলো আরেক নৃত্য শিল্পীকে, যার নাম রাধিকা মার্চেন্ট। সোমবার রাধিকার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিলেন নীতা আম্বানি নিজেই।

রাধিকা একজন পেশাদার ভরত নাট্যম নৃত্যশিল্পী। তিনিই প্রথম নৃত্যশিল্পী যার প্রথম নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিলেন আম্বানি পরিবার। সেখানে ছিল তারকাদের ভিড়। আমির খান, সলমন খান, রণবীর সিং ছাড়াও পরিচালক রাজকুমার হিরানিও উপস্থিত ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানের নাম ছিল ” আরঙ্গাত্রম ” । বলিউড ছাড়াও খেলা, বিনোদন এবং রাজনীতির বিশেষ কিছু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে, তাঁর মা রেশমি ঠাকরে এবং ছোট ভাই তেজস ঠাকরে।

মুকেশ আর নীতা আম্বানির হবু পুত্রবধূ রাধিকা, ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদত্তা। কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও রাধিকাকে প্রায়শই দেখা যায় আম্বানি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে। হবু ভাসুর আকাশের বিয়েতেও নৃত্য পরিবেশন করেছিলেন রাধিকা।

Anant Ambani Attends Radhika Merchant's Family Function, Complement Each  Other In Traditional Wears

এবার প্রশ্ন হল কে এই রাধিকা? আর কেনই বা দেশের শ্রেষ্ঠ শিল্পপতি তাকে এতটা আপন করে নিয়েছে?

২৪ বছরের রাধিকা পেশায় একজন নৃত্য শিল্পী ছাড়াও একজন রিয়েল এস্টেট প্রফেশনাল। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সিইও। মা শৈল মার্চেন্ট। মুম্বাই আর নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করেছেন রাধিকা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

২০১৯ সালেই নাকি অনন্ত আর রাধিকার বাগদান পর্ব সম্পন্ন হয়। তখন এ বিষয়ে কোনও কথা বলেননি আম্বানি পরিবার। ২০২১ এ রেলিয়ান্স-এর দুটি সংস্থার ডিরেক্টর হয় অনন্ত। তখনও এই সম্পর্ক সামনে আনেননি আম্বানি পরিবার। তবে ঘনিষ্ঠমহলে এই চর্চা প্রায়শই চলতে থাকে, বিশেষত মুকেশ আম্বানির মেয়ে ঈশা আর তার বন্ধুমহলে।

শাশুড়ির সঙ্গে বেশ ভালো সম্পর্ক রাধিকার। সোমবার তার প্রতিফলনও আমরা পেয়েছি যখন নৃত্য পরিবেশনের পর নীতা আম্বানি তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। এইভাবেই হয়ত শুভ সূচনা হল এক নতুন ভবিষ্যত বন্ধনের ।