নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদের বহরমপুরের জনসভার মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে এবার খেলা হওয়ার কথা শোনা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খেলা হবেই। হয়ে যাক খেলা, এ খেলা গণতন্ত্রের খেলা। দেখব কে খেলায় জিতবে, কে হারবে। তোমাদের সঙ্গে বাম, কংগ্রেসকেও দিয়ে দিলাম। ওরা তিনজন একসঙ্গে আর এদিকে আমি একা, করো দেখি ব্রিগেডে জনসভা। আমি গোলরক্ষকের ভূমিকায় থাকব, দেখব কটা গোল করে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের এই জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কদর্য ভাষা প্রয়োগ করার অভিযোগ আনেন। এর পাশাপাশি সৌজন্য কখনও একতরফা রক্ষা করা যায়না বলেও দাবি করেন। তার কথা থেকে বোঝা গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌজন্য বজায় রাখছেন না বলেই তিনি চেষ্টা করেও সৌজন্যে বজায় রাখতে পারছেন না, অন্তত মুখ্যমন্ত্রীর তেমনই দাবি।

অমিত শাহ আজ‌ও পিসি-ভাইপোর প্রসঙ্গ তোলেন। অভিযোগ করেন পিসি-ভাইপো দুর্নীতি করে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে। সেই প্রসঙ্গ উত্থাপন করে এই জনসভার মঞ্চ থেকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চোরের মায়ের বড়ো গলা। চালুনি আবার ছুঁচের বিচার করছে!” তারপরেই খানিকটা অনুযোগের সুরে বলেন, “পিসিভাইপো চোর, আর তোমরা সাধু পুরুষ।” তৃণমূল নেত্রী বিজেপি নেতাদের পাল্টা দুর্নীতিগ্রস্থ বলেও চিহ্নিত করেন।

পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল অতটা সহজ নয় বুঝিয়ে দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্যাঁ-ফোঁ এখানে করা যাবে না। বারবার আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। আমরা দুর্নীতি করেছি প্রমাণ করতে হবে, না হলে তোমরা ইস্তফা দাও। আমাকে চোখ রাঙালে একেবারে ধ্বংস হয়ে যাবে।”

উন্নয়নের প্রসঙ্গ তুলে বহরমপুরে জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি বিজেপির মতো কেবলমাত্র শুকনো প্রতিশ্রুতি দেন না। যা বলেন তা কাজে করে দেখান। এর পাশাপাশি মুর্শিদাবাদের জনবিন্যাসের কথা মাথায় রেখে মানুষকে হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে চলার আহ্বান জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চললে সবার উন্নয়ন হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। স্লোগান তুলে বলেন, “জননী আছে বঙ্গে, তাইত তৃণমূল সঙ্গে।”