নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে ভারতের বাইরে বিজেপি সরকার গঠন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ত্রিপুরার গেরুয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। হিন্দু অধ্যুষিত নেপালে বিজেপি সরকার গঠন হবে, বলেছিলেন তিনি। বলা বাহুল্য তাঁর এহেন মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেনি নেপাল। পার্বত্য প্রদেশের সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের অনুরূপ বিতর্কে জড়িয়ে পড়লেন মোদী সরকারের ঘনিষ্ঠ সমর্থক তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

পাকিস্তানেও একদিন সরকার গড়বে বিজেপি, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ট্যুইটারে তিনি বলেন,”দেশের বর্তমান পরিস্থিতির দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে,নরেন্দ্র মোদী এখন আর কোনো নেতা নন, তিনি একটা আবেগের নাম।” তারপরেই পশ্চিমের প্রতিবেশী দেশ নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন কঙ্গনা।

সম্প্রতি পাকিস্তানকে করোনা টিকার প্রায় সাড়ে চার কোটি ডোজ পাঠিয়েছে ভারত সরকার। কূটনৈতিক সম্পর্কের অবস্থানকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি। মোদী সরকারের এই দরাজ মনোভাব দেখে কার্যত আপ্লুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বুধবার সকালে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। বলেন, “এভাবে মোদীজি যেন বলতে চাইছেন পাকিস্তানের জঙ্গি তাঁর কেউ নন, কিন্তু সাধারণ মানুষ তাঁরই। ভারতেরই বিচ্ছিন্ন অংশ পাকিস্তান। একদিন সেখানেও সরকার গড়বে বিজেপি।”

এখানেই শেষ নয়, ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ এদিন আরো বলেন, “সাসপেন্ড হতে পারি মাথায় রেখেও বলছি ২০২৪ সালে ফের নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন।” কঙ্গনা রানাওয়াতের মন্তব্য নিয়ে দেশের অভ্যন্তরে চর্চা অব্যাহত। এখন সীমান্তের ওপার থেকে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটাই দেখার।