নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন গত কয়েকমাস ধরে উত্তেজনা সৃষ্টি করেছে দিল্লি সীমান্তে।পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন রাজধানীর উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তবে কৃষকদের এই শান্তিপূর্ণ আন্দোলনের তাল কাটে গত ২৬ জানুয়ারি। ট্র্যাক্টর মিছিলে যে অশান্তির সাক্ষী থেকেছিল গোটা দেশ, সেই সূত্র ধরেই এবার ফের বড়সড় হুমকি এল কৃষক নেতৃত্বের তরফে।
অবিলম্বে বিতর্কিত কৃষি আইনগুলি বাতিল করে না করলে পার্লামেন্ট ভবন ঘেরাও করবেন কৃষকরা, এদিন এমনটাই জানিয়েছেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। শুধু তাই নয়, সরকারের বিরুদ্ধে হুমকির সুরে তিনি বলেন উৎপন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রায় ৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের যে কোনো দিন এই নতুন বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি থাকতে বলেছেন রাকেশ টিকাইত।
মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, “আমাদের কৃষকরা ইন্ডিয়া গেটের সামনে ট্র্যাক্টর নিয়ে জড়ো হবেন। সেখানেই মাঠ চাষ করে তাঁরা ফসল ফলাবেন। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা।” এর আগে ৪ লক্ষ ট্র্যাক্টরের হুমকি দিয়েছিলেন তিনি। এবার জানান, মিছিলে অংশ নেবে ৪০ লক্ষ ট্র্যাক্টর।
বস্তুত, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের মূল অভিযোগ, কৃষি আইনের মাধ্যমে তাঁরা কৃষকদের স্বার্থ না দেখে কেবল ধনী শিল্পপতিদের পাশে দাঁড়াচ্ছেন। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত এদিন আরো বলেন, “শিল্পপতিদের লাভটাই যদি কেন্দ্র সরকার দেখে, বড় বড় গুদাম ধ্বংস করার কর্মসূচি নেবেন কৃষকরা।” দিল্লিতে আন্দোলনরত বাকি কৃষক সংগঠনগুলিও ভারতীয় কিষান ইউনিয়নকেই সমর্থন জানিয়েছেন।