“পড়াশানা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে”
এই প্রবাদ শুনেই আমার বড়ো হয়েছি। কিন্তু এখনকার সময়ে এই প্রবাদ কিছুটা হলেও অসার। গাড়ি ঘোড়া চড়তে পড়াশোনা নিসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে একমাত্র সোপান নয়। উচ্চমাধ্যমিকের পর বেসিক এডুকেশন এর ধাপ পেরিয়ে প্রচলিত ডিগ্রী কোর্সের বাইরে নিজের পছন্দের একাধিক কোর্স শেষ করে সুপ্রতিষ্ঠিত ভবিষ্যৎ গঠন সম্ভব। আজ রইলো সেরকমই কিছু কোর্সের সন্ধান-

Tourism Studies:

download 28
alison . com

বেড়ানোর প্রতি ঝোঁক থাকলে করে ফেলুন Tourism Studies এর উপর কোর্স।ইন্দিরা গাঁধী ওপেন ইউনিভার্সিটি থেকে এই কোর্সটি করা যায় তিন বছরে। পাশাপাশি ভর্তি হয়ে যান কয়েকটি বিদেশী ভাষা শেখার ক্লাসে।কলকাতায় এ1 পলিয়াম ফরেন ল্যাংগুয়েজ ইনস্টিটিউট, থে স্কুল অভ ল্যাংগুয়েজেস_ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অভ কালচার -র মতো জায়গায় এধরণের বিদেশি ভাষা শেখার সুবিধা রয়েছে। ডিগ্রীএর পাশাপাশি সুদ হিসেবে রইলো বিদেশি ভাষা জানার দক্ষতা। এর পর ট্যুরিস্ট এজেন্সি এবং ট্যুরিজম কোম্পানিগুলির তে পেয়ে যান সহজে ট্যুর গাইডের চাকরি,আর ঘুরে বেড়ান দেশে বিদেশে।

Event Management Course:

download 29
whsuites . com

এই হাউস পার্টির জেনারেশনে সবারই পার্টির অভিজ্ঞতা অগাধ। আর পার্টির ডেকরেশনের ভার যদি আপিনিই নিতে ভালোবাসেন তাহলে সেটিই হতে পারে আপনার প্রফেশন। ইভেন্ট ম্যানেজমেন্ট বা ওয়েডিং প্ল্যানিংয়ের শর্ট কোর্স করে অনায়াসে চাকরি করতে পারেন যে কোনো কোম্পানিতে বা Band Bajaa Barat সিনেমার মতোন খুলতেই পারেন নিজের কোম্পানি। কলকাতায় নাইম থে ইনস্টিটিউট অভ ইভেন্ট ম্যানেজমেন্ট,ন্যাশনাল একাডেমি অভ মিডিয়া অ্যান্ড ইভেন্টস -এ এই কোর্স করার সুবিধা রয়েছে।

Beautician Course:

download 31
eduguide . co . in

প্রসাধন বা রূপচর্চায় আগ্রহ থাকলে আর দেরি না করে করে ফেলুন বিউটিশায়ন কোর্স। এগুলি বেশীরভাগই সার্টিফিকেট কোর্স । কাজের দক্ষতা থাকলে চাকরি পেতে বেশী সময় লাগবে না। ইন্ডাস্ট্রির বড়ো মেকাপ আর্টিস্ট বা হেয়ার ড্রেসার দের সাথে কাজ করার সুযোগ যেমন থাকবে তেমনই থাকবে নিজের পার্লার খোলার সুযোগ,স্বাধীনভাবে কাজ করার জন্য। শহরে ও জেলায় ল্যাকমে, ভিএলসিসি-র মতো কোম্পানি এই ধরনের কোর্স অফার করছে আজকাল।

Modeling Course:

download 30
fima . co

এই ফ্যাশনের জমানাতে মডেলিং এর প্রতি ঝোঁক কোনো অদ্ভুত কথা নয়।মডেলিংয়ে যাঁদের আগ্রহ রয়েছে তারা এটাকেই বেছে নিতে পারেন পেশা হিসেবে।এই কোর্সগুলি বেশিরভাগই সার্টিফিকেট কোর্স। ঠিকভাবে গ্রুমড হতে পারলে কাজ পেতে খুব একটা বেশী সময় লাগবেনা। ফটোশুট, প্রোডাক্ট এর বিজ্ঞাপনের ছড়াছড়ি এখন চারিদিকে,তাই কাজের কখনোই অভাব হবেনা।জেব্রা মডেলিং & অ্যাকটিং ইনস্টিটিউট ইন কলকাতা,আইআইএএম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এক্টিং এন্ড মডেলিং- এর মতো জায়গায় এই ধরনের কোর্স করার সুবিধা রয়েছে।

Physical Education Course:

download 32
sarvgyan . com

শরীরচর্চার প্রতি আগ্রহ থাকলে অনায়াসে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন কোর্সে ভর্তি হতে পারেন। স্কুলে স্পোর্টস টিচার হিসেবে চাকরি পেতে পারেন বা স্পোর্টস অ্যাকাডেমিতে চাকরি পেতে পারেন। জিমে ফিটনেস ইনস্ট্রাকটার হিসেবেও কাজ করার সুযোগ থাকবে।

তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে বই খাতার ভার বহন না করে এবার নিজের ভালোলাগা কে সঙ্গী করেই ভবিষ্যৎ গঠনের সুযোগ উপস্থিত। কোনো ট্যালেন্ট-ই অগ্রাহ্য করার মতোন নয়,সেটাই এবার সমাজকে বোঝানোর সময় এসেছে.