নিজস্ব সংবাদদাতা: রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষিতে জাতপাতকে কেন্দ্র করে যে অসহিষ্ণুতা মাথা চারা দিয়ে উঠছে মাঝে মধ্যেই, তা চিন্তার ভাঁজ ফেলেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কপালে। রাজনীতির পর এবার জাতপাত বিতর্কে নাম জড়ালো ক্রীড়াজগতেরও। বৈষম্যমূলক মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
২০২০ সালে একটি ইনস্টাগ্রাম লাইভ ভিডিওতে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন যুবরাজ সিং, এমনটাই অভিযোগ উঠেছিল ক্যান্সারজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে। সূত্রের খবর, সেসময় এ নিয়ে বিতর্কের ঝড় উঠলে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাজে ক্ষমাও চেয়ে নেন যুবরাজ। কিন্তু এতদিন পরে ফের সেই অভিযোগে আইনি বিপাকে জড়িয়েছেন তিনি। জানা গেছে, হরিয়ানার এক আইনজীবী এ বিষয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাতেই এবার পদক্ষেপ গ্রহণ করেছে হরিয়ানা পুলিশ।
যুবরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যটি ছিল দলিত সম্প্রদায়ের পক্ষে অপমানজনক, এই অভিযোগেই সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। হরিয়ানার আইনজীবীর অভিযোগের ভিত্তিতে প্রায় ৮ মাস পর এফআইআর নিয়েছে সে রাজ্যের পুলিশ।ভরতীয় দন্ডবিধির ১৫৩,১৫৩এ , ২৯৫ এবং ৫০৫ ধারায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে।
উল্লেখ্য, গত বছর ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে ভিডিও চ্যাট করতে করতে যুবরাজ সিং ভারতীয় জাতীয় দলেরই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব সম্পর্কে একটি মন্তব্য করেন। যে ভাষা প্রয়োগ করেন ক্যান্সারজয়ী তারকা, যা তথাকথিত নিম্নবর্ণের মানুষদের জন্য অপমানজনক। ঘটনার পরেই যুবরাজ সিংয়ের বিরুদ্ধে সমালোচনায় সরব হন নেটিজেনরা। ক্রিকেটের পরিসরে বিশ্বকাপজয়ী পাঞ্জাবি তারকার মন্তব্য মেনে নিতে পারেননি কেউই। চাপে পড়ে ক্ষমা চান যুবরাজ।