fbpx
Home অফবিট খুলে গেল আসল মুখোশ ! এটা কি তৃণমূল এ যোগদান করার ফলাফল?...

খুলে গেল আসল মুখোশ ! এটা কি তৃণমূল এ যোগদান করার ফলাফল? নাকি বাস্তবেই চরিত্রহীন?

নিজস্ব  প্রতিনিধি,  বাংলা খবর :

আমাদের কাছে ফেসবুক মাধ্যমের দ্বারা একটি ভিডিও ক্লিপ এসেছে যেখানে  বাংলা টলিউডের সুপরিচিত মুখ সৌরভ দাস কে দেখা যাচ্ছে অপর একটি যুবতী মহিলার সাথে। ভিডিওটিতে এটি খুবই অস্পষ্ট যে সর্বসমক্ষে যে ক্রিয়া-কলাপ করতে তাকে দেখা যাচ্ছে তা কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়ায় গ্রহণযোগ্য নয়।

ভিডিও সূত্র: KR Snehasis Howly ফেসবুক একাউন্ট

সৌরভ দাস বর্তমান বাংলায় টলিউডে ধারাবাহিক সিরিয়াল এবং সিনেমা এমনকি  এসভিএফ এর হইচই প্ল্যাটফর্মেও খুবই জনপ্রিয় মুখ।যদিও বলা বাহুল্য এডাল্ট কনটেন্ট ক্রিয়েশন সে অনবদ্য ছাপ ফেলে গেছে কিন্তু  এই ধরনের কাজ সর্বসমক্ষে লজ্জার এবং নিন্দনীয়। খবরের সূত্র অনুযায়ী সৌরভ দাস বর্তমানে অনিন্দিতা বোস নামের অন্য এক টলিউডের অভিনেত্রীর সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এখানে অবশ্যই উল্লেখ করব যে  টলিউডের মন্টু পাইলট ( সৌরভ দাস)  যে ঠিক কবে এই ঘটনার সঙ্গে জড়িত তার সত্যতা এখনো যাচাই করে ওটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি

এটিও বলা আবশ্যক যে ভিডিওটি যে মেয়েটির মুখ দেখা যাচ্ছে তার কাছ থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমনকি তার তরফ থেকেও কোনো অভিযোগ আইনি  অথবা সামাজিকভাবে আনা হয়নি। এখানে অবশ্যই বলা কর্তব্য যে কার্যত ভাবেই আজ সন্ধ্যা থেকে ভিডিওটি চরমভাবে ভাইরাল হয়েছে এবং নানা  সোশ্যাল মিডিয়ার প্রফাইল গুলিতে ক্রমাগত শেয়ার হয়ে চলেছে।ক্রমাগত আমাদের কাছে যে খবরগুলি আসছে তাতে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী যেমন এই ধরনের অশ্লীলতার বিরোধিতা করেছে,  কেমনি মন্টু পাইলট ওরফে সৌরভ দাস এর কিছু ভক্তরা দাবি করেছে তারা এই ধরনের দৃশ্য গুলি দেখে খুবই লজ্জিত এবং অপমানিত বোধ করছে।

সৌরভ দাস
তৃণমূল
www.banglakhabor.in

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী যুবকের দাবি যে তারা এই ধরনের ভিডিওটি শেয়ার করার পরে ডিলিট করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র তাদের ওপর নানা ধরনের প্রশাসনিক চাপ সৃষ্টিকারী ঘটনার জন্য। যদিও এখনো পর্যন্ত আমরা এসব বিষয়ে কোনভাবে মন্টু পাইলট ওরফে সৌরভ দাস কিম্বা তার টিমের তরফ থেকে যোগাযোগ করা সত্ত্বেও কোন ধরনের সদুত্তর পায়নি এমনকি সোশ্যাল মিডিয়ার প্রথম কোন আত্ম সমর্থনমূলক উত্তর আসেনি।

রাজনীতির  যোগ :  তৃণমূল না কি বিজেপি?

এক্ষেত্রে অনেকে আবার রাজনীতির রং লাগিয়ে বলেছেন,  যেহেতু সৌরভ দাস সবেমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সে ক্ষেত্রে বিজেপি তার আইটি সেল দাঁড়া এই চক্রান্ত করেছে জেনেশুনে। যদিও ভিডিওটি দেখে সে ধরনের ধারণা আসাটা খুবই অস্বাভাবিক,  কিন্তু স্বীকার করব যে এই ভিডিওটি কখন তোলা হয়েছে তার সঠিক রিপোর্ট আমাদের কাছে এখনও নেই। এক্ষেত্রে আমাদের দর্শকদের কাছে একান্ত অনুরোধ কর্ম ক্ষেত্রে হোক বা জনজীবনে যেকোনো স্থানে অশ্লীলতা এবং নারীর উপর অত্যাচার  অকাম্য এবং অগ্রহণযোগ্য। আপনাদের এ বিষয়ে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান…

NO COMMENTS