হিমাচল প্রদেশের উনা জেলার গোবিন্দসাগর হ্রদে সোমবার একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এখানে লেকে ডুবে মৃত্যু হয়েছে 7 যুবকের। ঘটনাটি ঘটেছে বিকেল 3:50 নাগাদ থানার অন্তর্গত কোলকা বাবা গরীব দাস মন্দিরের কাছে।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, সকলেই পাঞ্জাবের মোহালির বাসিন্দা। এই যুবকরা বাবা বলকনাথ মন্দির দেখতে যাচ্ছিলেন এবং সোমবার বিকেলে গোবিন্দসাগর হ্রদে গোসল করতে নামেন । জলের গভীরতা না বোঝার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় ডুবে যাওয়া যুবকদের উদ্ধারের চেষ্টা চলছে। ডুবুরি ও ফায়ার ব্রিগেড কর্মীদেরও খবর দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া ছয় যুবকের বয়স 20 বছরের নিচে। ডুবে যাওয়া যুবকদের নাম পবন কুমার (35), রমন কুমার (19), লাভ সিং (17), লক্ষবীর সিং (16), অরুণ (14), বিশাল (18) এবং শিবা (16)৷ রমন কুমার এবং লাভ সিং একই পরিবারের বলে জানা গেছে। পুলিশ ডুবুরিদের সহায়তায় সাত যুবকের মরদেহ উদ্ধার করেছে।