নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহের বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার পথে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সিআইডি। অভিযুক্তের নাম শেখ নাসিম। বিস্ফোরণের কয়েক দিন আগে থেকে স্টেশন চত্বরে তিনি ঘোরাঘুরি করছিলেন বলে জানা গিয়েছে। সিআইডির তদন্তকারীদের সন্দেহ, ঘোরাঘুরির আড়ালে সে আসলে নিমতিতা স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের যাতায়াত রেইকি করছিল। বর্তমানে তাঁকে জেরা করছে সিআইডি। তাঁকে জেরা করে এই নাশকতার পিছনে অন্য কোনও জঙ্গীযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
জানা গিয়েছে, নিমতিতা স্টেশনের বাইরে হকার ছিলেন এই নাসিম। সেই সূত্রেই স্টেশনের আটঘাট জানা ছিল তাঁর। তবে তিনি একা এই বিস্ফোরণ ঘটিয়েছেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে সিআইডি গোয়েন্দাদের। এর পিছনে কোনও জঙ্গী সংগঠনও থাকতে পারে বলে অনুমান করছেন। আর যদিও বা নাসিম একাই এই কাণ্ড ঘটিয়ে থাকেন, সে ক্ষেত্রে স্থানীয় লোকজন তো দূর, রেল পুলিশের নজরও এড়িয়ে প্ল্যাটফর্মের উপর তিনি বোমাভর্তি ব্যাগ কী ভাবে রেখে এলেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। টানা জেরায় পুলিশকে নাসিম এই বিষয়ে কী বয়ান দেয়, সে দিকেই এখন নজর সকলের। সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ নিয়ে বুধবারই সাংবাদিক বৈঠক করবেন সিআইডি-র আধিকারিকরা।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে অনুগামীদের সঙ্গে ট্রেন ধরতে যাচ্ছিলেন রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন। সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে রাখা কালো ব্যাগে রাখা বোমা ফেটে যায়। তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ তৃণমূলের। সেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন মন্ত্রী এবং তাঁর ১৪-১৫ জন অনুগামী। মন্ত্রীর হাতের একটি আঙুল এবং বাঁ পা মারাত্মক জখম হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে নাসিবুল শেখ নামে এক অনুগামী নিজের হাত-পা হারিয়েছেন। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞরা। এমনকি ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। তারপরই ৭ দিনের মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ।