রকমারি ফুলের বাহার
ঘর সাজানোটা একটা আর্ট, এটা মনের একটা সুপ্ত বাসনা। বহু পয়সাওয়ালা মানুষের বাড়িও সাজানো থাকে না, আবার পয়সা কম এমন মানুষের বাড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়।
আর ঘর সাজাতে ফুল গাছের জুড়ি মেলা ভার। সতেজ বাহারী ফুল ভর্তি ফুলের গাছ, এক নিমেষে ঘরকে দেয় এক স্বর্গীয় দ্যোতনা। বাজারে কেনা আর্টিফিসিয়াল জিনিস দিয়ে ঘর তো সবাই সাজায়… আমরা সে পথে না হেঁটে দেখে নিই শীতের মরসুমি ফুল গাছ দিয়ে কিভাবে সাজাব ঘর।
শীতকাল মানেই রুক্ষতা… এক উদাসী হিমেল আবহ। আবার শীতকাল মানেই নানান রঙ-বেরঙের ফুলের সমাহার। গাঁদা, গোলাপের মত পরিচিত ফুলের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল যেমন… গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, কারনেশান, ক্যালেন্ডুলা, অ্যাস্টার প্রকৃতিকে রঙিন করে তোলে…
ঘরের অলংকারই ঘরের অহংকার
আর সেই ফুল গাছ দিয়েই সাজিয়ে তুলুন বাড়ির বারান্দা, করিডোর কিংবা ঘর৷ সত্যি বলছি দামী যে কোনো ফার্নিচারকে হার মানাবে এ ফুল বাহার।


যেমন বারান্দায় ঝুলিয়ে দিন পিটুনিয়া, ন্যাস্টারসিয়া, ভারবেনা। গ্রিল দিয়ে লতিয়ে দেওয়া দিন নীলমণি লতা, মর্নিং গ্লোরি, রেল লতা, সুইট পি … বেশ ভালো লাগবে।
“খোঁপার ওই গোলাপ দিয়ে মনটাকে কেন এত কাছে আনলে…”


গোলাপ…
/types-of-roses-4069722-hero-17f5468ab53b4622b27e3d96534105db.jpg)
/types-of-roses-4069722-hero-17f5468ab53b4622b27e3d96534105db.jpg)
সেই গোলাপ যদি থাকে এক্কেবারে আপনার ঘরের ড্রয়িং রুমে… প্রিয়ার মানভঞ্জন হতে সময় লাগবে না কথা দিচ্ছি। আপনি রাখতেই পারেন রানি এলিজাবেথ বা ব্ল্যাক প্রিন্স গোলাপ গাছ আপনার ড্রয়িং রুমে… ফুলের নয়নাভিরাম সৌন্দর্য আপনার ড্রয়িং রুমকে করে তুলবে স্বর্গের উদ্যান।
গাঁদা


সিঁড়ির ধাপে ধাপে ছোট্ট ছোট্ট একটা করে গাঁদার টব… প্রতি পদক্ষেপে ফুলেল স্বাগত জানাবে আপনার বাড়ি আপনাকে সুন্দরভাবে। মনে এনে দেবে সব প্রাপ্তির আবেশ।
চন্দ্রমল্লিকা…


শীত মানেই চন্দ্রমল্লিকা। বহু রঙের এবং মাপের চন্দ্রমল্লিকা হয়ে থাকে। গাছপ্রেমীদের বিশেষ পছন্দের হল এই চন্দ্রমল্লিকা। শোবার ঘরের জানালায় রেখেই দেখুন, আপনার প্রতি রাত যেন মধুচন্দ্রিমা করে তুলবে।
ডালিয়া…


ঠিক ডাইনিং টেবিলে পাশে, বেসিনের ঠিক উল্টোদিকে রাখুন জিরাফের মত লম্বা গলা যুক্ত ডালিয়া। সরু ডালের উপর ইয়াবড় এক থোকা রঙিন ফুল। লাল, চকোলেট, হলুদ, সাদা, গোলাপি, বেগুনি বা বিভিন্ন রঙের মিশ্রণে মন বাহারি রূপে অনন্য হয়ে দাঁড়িয়ে রয়েছে অবিচল।
ক্যামেলিয়া…


ক্যামেলিয়া সাদা ও লাল রঙের হয়ে থাকে। দেখতে অনেকটা গোলাপের মতো। রান্নাঘরের বাইরেটাই রেখে দিন, দেখতে দেখতে রান্না আপনা আপনিই সুস্বাদু হয়ে যাবে।
কসমস…


ছাদের রেলিং বরাবর লাগিয়ে দিন কসমস গাছ। সাদা, লাল, গোলাপি, হলুদ, কমলা রংবাহার এনে দেবে ছাদে। প্রচুর ফুল হয়। এর বীজ শুকিয়ে বাড়িতে রেখে আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন যে গাছ।
প্যানজি…


অনেকটা প্রজাপতির মতো দেখতে ফুলটি ছোট্ট টবে রেখে অনায়াসেই আপনি নিজের ঘরের শোবার রুমটি সাজাতে পারেন। এর নিচের দিকে তিনটি পাপড়ি থাকে আর উপরের দিকে দু’টি। নানান রঙের হয়। ঘুম থেকে উঠেই যখন দেখবেন পাপড়ি মেলে আপনার দিকে চেয়ে রয়েছে ছোট্ট ছোট্ট ফুলগুলি… মনের মধ্যে একটা আনন্দের রেশ ছড়িয়ে যাবে।
ফুল গাছ আনুন, আর সাজিয়ে ফেলুন নিজের ঘর। একই সাথে সৌন্দর্য ও সুস্বাস্থ্যের মেলবন্ধন।