নিজস্ব সংবাদদাতা- পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তারপরই রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ভেতর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা দেখে রাজ্যবাসীর একাংশের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে ২৯১ টি কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেখানকার দলীয় প্রার্থীরা ছাড়া আর কেউ কি আদৌ এই দলটাতে থাকবেন শেষ পর্যন্ত! প্রশ্নটা হচ্ছে কারণ যে হারে টিকিট না পাওয়া তৃণমূলের বিদায়ী বিধায়করা দল ছাড়তে শুরু করেছেন তাতে আগামী একদিন দুদিনের মধ্যেই দলটির মাঝারি স্তরের একটা বড় অংশ অন্য দলে গিয়ে ভিড়বেন বলে তারা মনে করছেন।
গতকালই দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস। আজ দুপুরে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক সোনালী গুহ টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই রকম ঘটনা প্রবাহের মাঝেই বিকালে দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন আরেক বিদায়ী তৃণমূল বিধায়ক দিপালী সাহা।
বাঁকুড়ার সোনামুখী কেন্দ্রের বিধায়ক দিপালী দেবীকে এবারে টিকিট না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জেলার দলীয় সভাপতি শ্যামল সাঁতরাকে প্রার্থী করেছেন। শ্যামল বাবু ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। কিন্তু গতকাল থেকেই দিপালী সাহা দলীয় নেতৃত্বের ওপর যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার পর তিনি আজ বিকালে গিয়ে বিজেপিতে যোগ দেন। এই বিদায়ী বিধায়কের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সম্পাদক কনিষ্ক মজুমদারও বিজেপিতে যোগ দিয়েছেন। গতবছর করোনা আবহের আগে টলিউডে আর্টিস্ট ফোরামের নির্বাচন হয়। তাতে তৃণমূল ঘনিষ্ঠ শিবিরের প্রার্থী হয়েছিলেন অভিনেতা রাহুল চক্রবর্তী। সেই তিনিই আজ বিজেপিতে যোগ দিলেন।
বিজেপিতে যোগ দেবার এই অনুষ্ঠান শুরুর আগে দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আরাবুলকে মর্যাদা দেয়নি তৃণমূল।” রাজনৈতিক মহল সূত্রে খবর ভাঙরের দাপুটে নেতা আরাবুল ইসলাম তৃণমূল ছাড়তে চলেছেন। তবে তিনি শেষ পর্যন্ত কোন দলে যোগ দেবেন সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর নেই।