নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায় আজ সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। এরমধ্যে বিভিন্ন এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। বুথে বুথে বিক্ষিপ্ত ঝামেলা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অব্যাহত। কিন্তু তারমধ্যেই একেবারে অন্য ছবি দেখা গেল গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুরে। যা কার্যত মন ভাল করে দেওয়ার মত। একইসঙ্গে যা আজকাল একেবারেই ব্যতিক্রমও।

জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম। এখানেই দেখা গেল সেই রাজনৈতিক সম্প্রীতির ছবি। ভোট উৎসবে আজ সকাল থেকেই সেখানে মেতে উঠেছেন সকলে। আশেপাশে অন্যান্য গ্রামে ভোটের উত্তাপ টের পাওয়া গেলেও সেখানে অশান্তি বা ঝামেলার লেশ মাত্র নেই। গ্রামে ঢুকলে মনে হবে যেন কোনও বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে। মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে গরম গরম লুচি ভাজছেন। সঙ্গে রয়েছে কষা আলুরদম। না, কোনো ভোজবাড়ি নয়। ভোট উপলক্ষ্যেই এই আয়োজন।

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল ও বিজেপি দু-পক্ষের কর্মীদের মিলিত প্রচেষ্টাতেই আজকের এই আয়োজন। তবে শুধু কর্মীদের জন্য নয়, এই বিপুল পরিমাণ খাবারের আয়োজন হয়েছে ভোটার ও তার পরিবারের জন্য। স্থানীয় ভোটার থেকে দু-দলের কর্মীরা, ভোট দেওয়ার আগে কিংবা পরে নিজেদের দলের সমর্থকদের হেঁসেল থেকেই নিয়ে যাচ্ছেন গরম গরম লুচি ও আলুরদম।

এই ঘটনায় অভিযোগ উঠতেই পারে যে, খাবার দিয়ে গ্রামের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই নিয়ে কারও কোনও অভিযোগ নেই। দু-পক্ষই জানালো এটাই এই গ্রামের পুরোনো রীতি। যা চলে আসছে দীর্ঘদিন ধরে। প্রতি ভোটেই গ্রামে এই ভুরিভোজের আয়োজন করা হয়। তবে মেনু বদলেছে। আগে দেওয়া হত ছোলা-মুড়ি আর এখন লুচি-আলুরদম। এতেই খুশি সবাই। যার ফলে হই হই করেই সেখানে পালন হচ্ছে ভোট উৎসব।