১৪ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার থমাস কাপ জয় ভারতীয় ব্যাডমিস্টন দলের। শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় দল। ইন্দোনেশিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। এই জয়কে ৮৩’র ক্রিকেট বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন কোচ ও ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা প্রাক্তন তারকা শাটলার পুল্লেলা গোপীচাদ। ব্যাডমিন্টনের বিশ্বকাপ জয়ে স্বভাবতই খুশি রাজনৈতিক মহল ও ক্রীড়ামহল।

থমাস কাপ জয়, ইতিহাস তৈরি করল ভারতীয় শাটলাররা

প্রধানমন্ত্রী টুইটে লেখেন ‘ভারতীয় ব্যাডমিন্টন দল ইতিহাস রচনা করেছে। ভারত থমাস কাপ জেতায় গোটা দেশ আজ উচ্ছ্বসিত। শুভেচ্ছা জানাই আমাদের দলকে। ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা। আগামীর ক্রীড়াবিদদের এই জয় অনুপ্রাণিত করবে।’ জয় খবর আসতেই ফোন করে বিজয়ীদের শুভেচ্ছা জানান তিনি৷ এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়াবিদেরাও সোশ্যাল মিডিয়াতে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্ছাস প্রকাশ করেছেন। তাদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

রবিবার ভারত টানা তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে Thomas Cup 2022 শিরোপা জিতেছে। ভারত 14 বারের বিশ্ববিজয়ী ইন্দোনেশিয়াকে একতরফা ভাবে 3-0 তে পরাজিত করেছে। ভারতের হয়ে, লক্ষ্য সেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ প্রাপ্ত অ্যান্থনি গিন্টিংকে হারিয়ে প্রথম জয়ের সূত্রপাত ঘটান, তারপর ডাবলসে সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি-র অসাধারণ জয়ের পর কিদাম্বি শ্রীকান্ত এই ঐতিহাসিক জয়কে নিশ্চিত করেন। যার দৌলতে এই প্রথমবার Thomas Cup -এর শিরোপা জিতেছে ভারত।

থমাস কাপ


প্রথম ম্যাচে, পুরুষদের একক বিভাগে বিশ্বের নয় নম্বর শাটলার লক্ষ্য সেন এবং বিশ্বের চার নম্বর অ্যান্থনি সিনিসুকা গিনটিংকে পরাজিত করেন। তারপর দ্বিতীয় ম্যাচে, পুরুষদের দ্বৈত বিভাগে সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি, মোহাম্মদ আহসান এবং কেভিন সঞ্জয়া সুকামুলজো (ইন্দোনেশিয়ান) জুটিকে পরাজিত করেন। একই সময়ে, তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত, জোনাথন ক্রিস্টিকে হারিয়ে ভারতকে প্রথমবারের মতো Thomas Cup উপহার দেন।


স্বর্ণপদক সবসময়ই এক বিশেষ প্রাপ্তি। আর এতবছরের কঠিন তপস্যার পর সেই প্রাপ্তি দ্বিগুণ হয়ে যায়। তাই প্রাক্তন ক্রিকেটার সচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা, RCB -র প্রধান উইকেটরক্ষক দীনেশ কার্তিক সবাই অভিনন্দনের জোয়ার তুলেছেন টুইটারে।
শুধু ক্রীড়া মহল নয়, অনেক বলিউড তারকাও এই জয়ে উচ্ছসিত। বলিউড সুন্দরী তাপসী পান্নু সোস্যাল মিডিয়া স্টোরিতে তার বয়ফ্রেন্ড তথা ডাবলস কোচ ম্যাথিয়াস বো-এর উদ্দেশে লেখেন, মিস্টার কোচ, তুমি আমাদের গর্বিত করলে। এছাড়াও টুইটারে পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।