fbpx
Home অফবিট নেহা কাক্কার 2021 এ মা হতে চলেছেন ?

নেহা কাক্কার 2021 এ মা হতে চলেছেন ?

নেহা কাক্কার 2021 এ মা হতে চলেছেন ?

বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কার মা হতে চলেছেন ? এরমই কিছু আভাস পাওয়া যাচ্ছে কদিন ধরে ।সাম্প্রতিক গত ১৭ তারিখ এই গায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ একটি ফটো পোস্ট করেন তার স্বামী রোহান প্রীত সিংহ এর সাথে যেখানে নেহাকে ও রোহান প্রীত কে , তার পেট এ হাত দিয়ে থাকতে দেখা যায় । ছবি তে নেহার পেটের অংশ দেখে স্পষ্টতই ধারণা জন্মাতে পারে যে তিনি মা হতে চলেছেন । কিন্তু এখনও অবধি তারা কোনো অফিশিয়াল ভাবে কোনো কিছু ডিক্লিয়ার করেননি এব্যাপারে ।
নেহার এই ছবি জনসমক্ষে আসার পর সমগ্র সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যাওয়া টা অস্বাভাবিক কিছু নয় । সাম্প্রতিক ভিরাট এবং অনুষ্কার বাবা – মা হবার খবর সামনে এলেও তাদের নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা সমালোচনা শুরু হয় । এবারে সেই জায়গায় এসছেন নেহা ও রোহণ প্রীত ।
নেহার এই পিকচার আসার পর সিঙ্গার যুগল কে তাদের বিশ্বব্যাপী অসংখ্য শুভকামনা জানানোর পাশাপাশি তাদেরকে নিয়ে নানা সমালোচনার ভীর ও সৃষ্টি হয়েছে ।
WhatsApp Image 2020 04 16 at 1.07.21 PM
Bollywood Hungama
বেশ কিছু সময় আগে নেহা কাক্কার এর সাথে বিখ্যাত গায়োক উদিত নারায়ান এর ছেলে আদিত্য নারায়ন এর বিবাহ হওয়ার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায় ।কিন্তু পরে যে সব ভুল ধারণার অবসান ঘটে তাতে কোনো সন্দেহ নেই ।
ইতিমধ্যে অক্টোবর মাস নাগাদ রোহান এর সাথে নেহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুমাস যেতে না যেতেই নেহার গর্ভবতী হওয়ার সংবাদ সোশ্যাল দুনিয়ায় তাদের নানান সমালোচনার আঁধারে ফেলে দিয়েছে ।
neha kakkar Rohanpreet Singh 1200 1 1
The Indian Express
২৪ অক্টোবর সামাজিক রূপে বিবাহিত হোয়ার পর নেহা এবং রোহান প্রীত তাদের জীবনের এক নতুন পর্যায় শুরু করেন । নেহা র মতে রোহান তার জিবনে দেখা sobcheye সুন্দর এবং ভালো মনের মানুষ ।এরপর তারা দুবাই তে হানিমুন এ যান এবং সেবিষয়ে নানান পিকচার এবং পোস্ট দ্বারা নিজেদের ফ্যান দের তাদের শুভযাত্রা এবং ভ্রমনের ব্যাপারে নানা আপডেট দিতে থাকেন ।
সাম্প্রতিক নেহার ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে তিনি নিজে এবং রোহণ তার পেট এ হাত দিয়ে ছিলেন এবং ক্যাপশন এ দেন ” #KhyalRakhyaKar ” যেখানে রোহণ কমেন্ট করেন ” Ab Toh Kuch Zyada Hi Khayal Rakhna Parhega Nehuuuu ”
তাদের এইধরনের কথা র থেকে এ বিষয়ে স্পষ্ট ধারণা আসে যে নেহা সত্যিই মা হতে চলেছেন খুব শিগগিরই ।কিন্তু এই খবর কতটা সত্যি এবং সত্যি হলেই বা কতটা সত্যি কোনো খবর এখনও পাওয়া যায়নি ।
neha kakkar rohanpreet
The Indian Express
বর্তমান সিঙ্গিং এবং ফিল্ম ইন্ডাস্ট্রি র সদস্যরা নেহা এবং রোহান এর এই খবর পাওয়ার পর তাদেরকে নানান ভাবে শুভকামনা জানিয়েছেন এবং ফ্যান দের ভালোবাসা ও তাদের প্রতি যেভাবে প্রতিনিয়ত আমাদের সামনে এসে পৌঁছাচ্ছে , সোশ্যাল মিডিয়া ই তার সাক্ষী ।

আরো পড়ুন আমাদের সম্পর্কে এবং অন্যান্যদের ও পড়বার সুযোগ করে দিন !!

NO COMMENTS