এভারেস্টের পর কোনো পরিপূরক অক্সিজেন ছাড়া লোৎসে জয় করল চন্দননগরের পিয়ালী, যা সমগ্র বাঙালির কাছে একটি অত্যন্ত গর্বের খবর। গতকাল 11 টা নাগাদ ক্যাম্প 4 থেকে বেরিয়ে ছিল পিয়ালী বসাক, এভারেস্ট থেকে নামার পর চোখের সমস্যা হলেও এজেন্সি মারফত খবর আসে সন্ধ্যার সময় পিয়ালী লোৎসে জয় করেছে।পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসের উচ্চতা 8511 মিটার।
সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও একসঙ্গে দুটি শৃঙ্গ জয় হয়তো পিয়ালির পক্ষেই সম্ভব।এতে চন্দননগরবাসী থেকে সমস্ত শুভানুধ্যায়ী মানুষ খুশি তার এই জয়ে। তবে এখনও আর্থিকভাবে সাহায্য অনেক বাকি। উল্লেখ্য গত ২২ মে এভারেস্ট জয় করেন চন্দননগরের পিয়ালী বসাক। ভারতীয় সময় সকাল 8:30 নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করেন 31বছর বয়সী এই পর্বতারোহী।


নেপালের এজেন্টের মাধ্যমে চন্দননগর কাঁটাপুকুরে পিয়ালির বাড়িতে পৌঁছায় খুশির খবর। ভারতবর্ষে মধ্যে এই প্রথম পরিপূরক অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় পিয়ালীর। মার্চ মাসের শেষের দিকে রওনা হন পিয়ালী । এখন তিনি পৃথিবীর দুই উচ্চতম শৃঙ্গের ওপর থেকে ভারতবর্ষ আর নেপালের কিছু স্বর্গীয় দৃশ্য উপভোগ করে ফেলেছেন।