পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অসুবিধা বাড়ছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে রাজ্যে ৫টি ধর্ষণের মামলার সিবিআই তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানিকালে আদালত কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন। এ ছাড়া সব মামলায় ভুক্তভোগী ও তাদের সাক্ষীদের পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ধর্ষণ

ধর্ষণ এখন এক প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে ধর্ষণের খবর উঠে আসছে প্রতিনিয়ত। একটা এতটা মর্মান্তিক ঘটনা যখন সাধারণ ঘটনায় পরিণত হয় তখন সাধারণ মানুষকে সেটা সত্যি ভাবতে বাধ্য করায়। তাই আদালতের এই নিরাপত্তা যে ভীষণ স্বাভাবিক একটা ঘটনা তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।