টালিগঞ্জে বাবুলের জয় ঠিক কতটা কঠিন, বিশ্বাস ভাঙাই চ্যালেঞ্জ

বাবুল সুপ্রিয়, সাংসদ আসনসোল, কেন্দ্রীয় মন্ত্রী। গায়ক-অভিনেতা থেকে মোদী মন্ত্রিসভার সদস্য বাবুল এবারের বিধানসভা ভোটে লড়বেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। ক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘেরাও কাণ্ডে বাবুলের ভূমিকায় এলাকায় বিজেপির প্রভাব বলে দাবি পদ্মশিবিরের। এখন দেখে নেওয়া যাক, টালিগঞ্জে বাবুলের কাজটা কতটা কঠিন।
বাবুলের কথা:
কহো না প্যায়ার হে-র গায়ক বাবুল যখন বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে পা দিয়েছিলেন, অনেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ২০১৪ লোকসভা নির্বাচনে আসনসোলের মত কঠিন কেন্দ্রে প্রার্থী হয়ে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বাবুলের। বাবুল যখন আসনসোলে বিজেপি প্রার্থী হয়ে সাংসদ হওয়ার ভোটে দাঁড়ান, তখন সেখানে দলের সংগঠন বলতে কিছুই ছিল না।

Babu
২০০৯ লোকসভা ভোটে আসনসোলে বিজেপি প্রার্থী সূর্য রায় পেয়েছিলেন মাত্র ৪৯ হাজার ভোটে। যেখানে জয়ী প্রার্থী সিপিএমের বংশগোপাল চৌধুরী পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ভোট, দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী মলয় ঘটক পেয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ভোট। বাবুল সেই অসম লড়াইয়ে নেমে তৃণমূলের দাপুটে নেত্রী দোলা সেনকে হারিয়ে চমকে দিয়েছিলেন। সেবার গোটা রাজ্যে দার্জিলিং বাদ দিলে বাবুলই ছিলেন রাজ্যের একমাত্র সাংসদ। সেই হিসেবে দেখলে রাজ্যে প্রথম পদ্মটা ফোটে বাবুলের হাত ধরেই। ২০১৯ লোকসভায় ব্যবধান বাড়িয়ে জেতেন বাবুল।

লোকসভা ভোটে ১০০ শতাংশ জয়ের রেকর্ড থাকা, স্বচ্ছ ইমেজের বাবুলকে এবার বিধানসভার লড়াইয়ে নেমে বড় বার্তা দিলেন শাহ-নাড্ডারা। তবে রাজনৈতিক মহলের ধারনা লোকসভা ভোটের থেকেও বাবুলের লড়াইটা বেশি কঠিন হতে চলেছে। কারণ আসানসোল অবাঙালি ভোট, শিল্পাঞ্চলের ভোটার বেশি। যে কারণে বিজেপির ভাল ফল করার সম্ভাবনা বেশি থাকে। সেই হিসেবে শহুরে ভোটারে ভরা কলকাতার কেন্দ্র টালিগঞ্জে বাবুলের কাজটা কঠিন হবে।

তার ওপর আবার ২০১৯ লোকসভা ভোটে গোটা রাজ্যে চমকপ্রদ ফল করলেও, টালিগঞ্জ কেন্দ্র যে লোকসভার অন্তগর্ত সেই যাদবপুরে বিজেপি মোটেও সুবিধা করতে পারেনি। যাদবপুর লোকসভায় মিমি, সুজন চক্রবর্তীর পিছনে তৃতীয় হয়েছিলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

টালিগঞ্জ কেন্দ্র:
বরাবরই এই কেন্দ্রে টাফ ফাইট হয়ে থাকে। গতবার মানে ২০১৬ বিধানসভায় তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রায় ১০ হাজার ভোটে জিতেছিলেন সিপিএমের মধুজা সেন রায়ের বিরুদ্ধে। তবে ব্যবধানটা কিছুটা স্বস্তির থাকলেও আদপে লড়াইটা কিন্তু অনেক কঠিনই ছিল। ২০০৬ বিধানসভা নির্বাচনে অরূপ বিশ্বাস জিতেছিলেন মাত্র ৫২৬ ভোটের ব্যবধানে।

arp
যদিও ২০১১ পরিবর্তনের ভোটে বেশ বড় মার্জিনেই জিতে ছিলেন অরূপ। ১৯৯৬ সাল থেকেই টালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের দাপট। এখান থেকেই পরপর দুবার জিতে বিধায়ক হয়েছিলেন একসময় তৃণমূলের নম্বর টু পঙ্কজ ব্যানার্জি। পঙ্কজের পর ব্যাটন যায় অরূপের কাছে। কিন্তু এবার সেখানে হাজির বাবুল সুপ্রিয়। রয়েছেন বামদের তারকা প্রার্থী দেবদূত ঘোষও। ১৯৯৬- ভোটের আগে টালিগঞ্জ ছিল বাম গড়। ১৯৭৭ থেকে টানা এখানে জিতে বিধায়ক হয়েছেন সিপিএমের প্রশান্ত সুর। এখন দীর্ঘদিন টালিগঞ্জে জয় না পেলেও বামেদের এখানে নিশ্চিত একটা ভোট ব্যাঙ্ক আছে। তিনবারের বিধায়ক-মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিচু স্তরে ক্ষোভ থাকলেও, একটা অংশের ভোট নিশ্চিত অরূপের।
এমন অবস্থায় বাবুলের কাজটা মোটেও সহজ হবে না। ২০১৬ বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপি প্রার্থী পেয়েছিলেন মাত্র ১৪ হাজারের মত ভোট, আর ২০১১-তে মাত্র ৩ হাজারের কাছাকাছি। এবার সেখানে জিততে হলে বাবুলকে লাখখানেক ভোট পেতেই হবে। পারবেন বাবুল? একটা অংশ সংশয়ে থাকলেও বিজেপি সমর্থকরা নিশ্চিত, অঙ্ক মেনে তো আর রাজ্যে পদ্ম ফোটেনি। বাবুলও কখনও অঙ্কের ধার ধারেননি। বাবুল এলেই টালিগঞ্জ বোতাম টিপে আশীর্বাদ করবে। এখন দেখার শেষ অবধি কী হয়।