বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট জগতে তো বটেই, সারা বিশ্বের ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয়তার বিচারে তাঁর নাম শীর্ষে রাখলেও খুব একটা ভুল হয় না। নিজের অসামান্য প্রতিভা, বাইশ গজে আগ্রাসন এবং সর্বোপরি অনমনীয় মনোভাবের জেরে আজ গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা আজ আর শুধু ভারতেই সীমাবদ্ধ নেই।

বিরাট
ছবি সৌজন্যে: দ্য এশিয়ান পেজ

নিজেকে এহেন জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে যে পরিশ্রম, নিষ্ঠা প্রয়োজন বাইশ গজের প্রতি ভারতীয় অধিনায়কের সেই নিষ্ঠায় খামতি নেই কোথাও। আর তাই তো সারা বিশ্বের তাবড় তাবড় বোলারদের ত্রাসের অন্য নাম বিরাট কোহলি। দিল্লির ৩২ বছর বয়সী ব্যাটসম্যান বিরাট কোহলি ফর্মে থাকাকালীন প্রায় সমস্ত ধরণের বোলারের বিরুদ্ধেই সমান সাবলীল। কিন্তু তবু পরিসংখ্যান ঘাটলে দেখা যায় কিছু কিছু নির্দিষ্ট বোলারের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছেন বিরাট। বিরাটের ব্যাটের সামনে কার্যত দাঁড়াতেই পারেন নি তাঁরা। কারা সেই বোলার? আসুন দেখে নেওয়া যাক বিরাট কোহলির বিরুদ্ধে সবচেয়ে ব্যর্থ ১০ বোলারের তালিকা।

বিরাট কোহলির বিরুদ্ধে ব্যর্থ ১০ বোলার:

১) লাসিথ মালিঙ্গা

লাসিথ মালিঙ্গার সঙ্গে বিরাট কোহলির কোনো গোপন শত্রুতা আছে কি? তা আমাদের জানা নেই। কিন্তু শ্রীলঙ্কার এই বোলারের বিরুদ্ধে যতবার ব্যাট হাতে দাঁড়িয়েছেন বিরাট, ততবার ধ্বংস করেছেন একের পর এক রেকর্ড। অন্যান্য ব্যাটসম্যানরা যেখানে লাসিথ মালিঙ্গাকে রীতিমতো সমীহ করে চলেন, সেখানে এই বোলারের বিরুদ্ধে বিরাটের পরিসংখ্যান বলে অন্য কথা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট ১০৩.২১। আউট হয়েছেন মাত্র ২ বার। কুড়ি ওভারের খেলায় একবারও আউট নই হয়ে স্ট্রাইক রেট ১৬৫.৭১।

SAVE 20201205 211645 1
ছবি সৌজন্যে: টেলিগ্রাফ ইন্ডিয়া

২) ডেল স্টেইন

ডেল স্টেইন সাউথ আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার। বিশ্বের দ্রুততম বোলারদের মধ্যে অন্যতম ডেল স্টেইনকে খেলতে যে কোনও ব্যাটসম্যানই ভয় পান। কিন্তু এক্ষেত্রেও বিরাটের পরিসংখ্যান বলে অন্য কথা। টেস্টে এবং একদিনের খেলায় বিরাটের ব্যাটিং গড় যথাক্রমে ৪৫.৪৫ এবং ৭৬.৭৫। কিন্তু কুড়ি ওভারের খেলায় অবিশ্বাস্য ২০০ স্ট্রাইক রেট উজ্জ্বল হয়ে আছে তালিকায়। সব খেলা মিলিয়ে স্টেইন বিরাটকে আউট করতে পেরেছেন মাত্র ৪ বার।

৩) মহম্মদ আমির

পাকিস্তানের সঙ্গে ভারতের খেলার সুযোগ দুই দেশের ইদানিংকালের কূটনৈতিক সম্পর্কের জেরে কমে গেছে অনেকটাই। তবে যতবার দেখা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাট ঝলসে উঠেছে বারবারই। অন্যতম উল্লেখযোগ্য ফাস্ট বোলার মহম্মদ আমিরের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং গড় মাত্র ২ বার আউট হয়ে ১০০-র কাছাকাছি।

৪) অ্যাডাম জাম্পা

: অস্ট্রেলিয়ার বিখ্যাত স্পিন বোলার অ্যাডাম জাম্পার বিরুদ্ধেও বেশ উজ্জ্বল বিরাটের পরিসংখ্যান। তিন ফর্মাটেই তাঁর ব্যাটিং গড় ১০০ ছাড়িয়েছে। টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট ২৩০।

৫) ট্রেন্ট বোল্ট

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে বিরাট কোহলির স্ট্রাইক রেটও ছাড়িয়েছে ১০০-র কোটা। মাত্র ৬ বার বিরাটের উইকেট পেয়েছেন তিনি।

৬) মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে। একশোরও বেশি স্ট্রাইক রেট দিয়ে উইকেট নিয়েছেন মাত্র ২ বার।

৭) শাকিব আল হাসান

এক্ষেত্রে করা যায় বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার শাকিব আল হাসানের নামও। বিশ্বমানের এই বাঙালি অলরাউন্ডার বিরাটের বিরুদ্ধে বিশেষ ভালো ফল করতে পারেননি।

৮) ইমরান তাহির

বিরাট কোহলির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার তারকা স্পিন বোলার ইমরান তাহিরের পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়।মাত্র ২ বার নিয়েছেন বিরাটের উইকেট। রান দিয়েছেন প্রচুর।

৯) ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দুরন্ত প্রদর্শনের ধারা জারি রেখে ওয়াহাব রিয়াজের বলকেও প্রচুর বার মাঠের বাইরে পাঠিয়েছেন ভারত অধিনায়ক। কোনো ফর্মাটেই বিশেষ সুবিধা করতে পারেননি ওয়াহাব রিয়াজ।

১০) থিসারা পেরেরা

সব শেষে বলতে হয় শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরার কথা। বিরাটের উইকেট পেলেও তিনি তাঁকে রানও দিয়েছেন প্রচুর।