জীবনসঙ্গীর সাথে বয়সের পার্থক্য মানুষ হিসাব এ সর্বদা একটা সময়কাল পড়ে আমরা একজন সঙ্গীর দরকার অনুভব করি । সমাজে এখনও বেশ কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী নির্বাচনে ক্ষেত্রে অনেক বাদবিচার করা হলেও সমাজে এখনও বহু ক্ষেত্রে নানান উদাহরণ দেখা যায় বাদবিচারহিন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ।
কখনো কখনো বিভিন্ন উদহারন স্বরূপ দেখা যায় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই জীবন সঙ্গীর সাথে বয়সজনিত পার্থক্য অনেকটা বেশি হয়ে যায় তবে যে এটা অস্বাভাবিক কিছু তা ভাবার দরকার নেই ।
অন্যান্য প্রতিটা জিনিষ এর মতই এগুলোকেও আমাদের স্বাভাবিক বলে মেনে নিতে হবে। আজ এমন কিছুই ব্যক্তিত্ব দের নিয়ে আমাদের আলোচনা যাদের জীবনসঙ্গীর সাথে বয়সের তফাৎ অনেকটাই বেশি ।
সচিন ও অঞ্জলী তেন্ডুলকর
সচিন তেন্ডুলকর নামটি শোনেননি আপনাদের মধ্যে এমন কোনো ভারতীয় আছে তা সন্দেহের বেপার । ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ক্রিকেটার যাকে ” The God of Cricket ” ও বলা হয়ে থাকে । অবাক করার বিষয় না হলেও আপনাদের যদি বলি সচিন তেন্ডুলকর এর স্ত্রী অঞ্জলী তার থেকে প্রায় ৬ বছরের বড়ো এবং তাদের দাম্পত্য জীবন ও যথেষ্ট ভালো ।
১৯৯৫ সালে সচিন অঞ্জলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । প্রথম দিকে তাদের বয়শ জনিত কারণে নানান পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হলেও পরবর্তীকালে পরিবার ও তাদের মেনে নেন ।এবং ব্যক্তিগত জিবনে ও সচিনের সাফল্যতা যে ভারতকে বিশ্বদরবারে তুলে দিয়েছে তা অস্বীকার করা যায় না ।
প্রিয়াঙ্কা চোপরা ও নিক জোনাস
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্লাটফর্ম প্রিয়াঙ্কা ও নিক কে নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল । বিভিন্ন জায়গায় তাদের প্রেমকাহিনী নিয়ে যথেষ্ট পরিমাণে সমালোচনার ঝড় বয়ে যায় ।তবে সমস্ত বাধা পেরিয়ে সমস্ত সমালোচনা কে পাশে রেখে প্রিয়াঙ্কা ও নিক আইনত ভাবে বিবাহিত হয়ে আবারো প্রমাণ করে দেন ভালোবাসাকে কেউ হারাতে পারে না।
পেশায় প্রিয়াঙ্কা বলিউড এবং হলিউড এরও একজন সফল অভিনেত্রী এবং নিক বিখ্যাত মিউজিশিয়ান এবং হলিউড অভিনেতা । অর্থাৎ ব্যক্তিগত জিবনে যে তারা যথেষ্ট সফল টা আর বলার অপেক্ষা রাখেনা। প্রিয়াঙ্কা ও নিক জোনাস এর বয়সের পার্থক্য প্রায় 10 বছর এর মত তবু যে তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে তার কোনো দৃষ্টান্ত আমরা খুঁজে পাই নি এখনও অবধি ।
লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ক্যামিল্যা মোরন
বিখ্যাত হলিউড মুভি টাইটানিক দেখেন নি কেউ আছেন এমন ? মুভি দেখে থাকলে নিশ্চয়ই মুভির জ্যাক আর রোজ এর প্রেম কাহিনীর কথা মনে আছে ? মুভির জ্যাক আর কেউ নন আমাদের এই লিস্ট এর তৃতীয় ব্যক্তি লিওনার্দো দি ক্যাপ্রিও । তার অন্যজুগল হলেন ক্যামীল্যা মোরন । লিওনার্দো তার থেকে প্রায় ২৩ বছরের বেশি বয়সে বড়ো ।
স্বাভাবিক ভাবে তারা জীবন যাত্রা অতিবাহিত করে এবং উভঁয়েই সফল অভিনেতা ও অভিনেত্রী । তবে তাদের এই ব্যক্তিগত সিদ্ধান্ত কে সমাজ এখনও অবধি ভালো চোখে দেখে না এবং তাতে কোনো ফারাক ও পড়েনি তাদের এবং এমনটাই স্বাভাবিক হওয়া উচিত ।
ম্যাট বোমের এবং সাইমন হলস
ম্যাট বোমের ৩৪ বছর এর ছিলেন যখন তিনি তার জীবন সঙ্গী হিসাবে সাইমন হলস এর সাথে আবদ্ধ হন ।সাইমন এর বয়স ৪৭ বছর ছিল । দুজনে র এই বিবাহ সূত্রপাত এ ছোটোখাটো অনুষ্ঠান এর ও আয়জন করা হয় ।
বিদেশে এরম সমকামী সম্পর্ক খোলামেলা ভাবে দেখা হলেও ভারতে এই ধরনের ব্যাপার চক্ষু লব্ধ করা খুব মুশকিল ব্যাপার । পেশায় অভিনেতা ও তার স্বামী একজন হলিউড মুভি পাবলিশার হিসাবে দুজনেই যথেষ্ট খ্যাতি সম্পন্ন ।বর্তমানে এই দুই দম্পতি ৩ টি জন সন্তান এর বাবা ।
অ্যাডাম লেভিন এবং বেহাতি প্রিন্সলু
বিখ্যাত আমেরিকান গায়ক অ্যাডাম লেভিন যাকে আমরা বিখ্যাত রক অ্যান্ড পপ ব্যান্ড মারুন 5 এর লিড সিঙ্গার হিসাবে চিনি তার জীবনসঙ্গী ও অর্থাৎ বেহাটি প্রিনসলুও তার থেকে প্রায় ১০বছরের ছোট । অ্যাডাম ৩৪ বছরের ছিলেন যখন তিনি প্রথমবার প্রিনসলু র সাথে সম্পর্কে আবদ্ধ হন ।
২০১৩ সালে তারা আনুষ্ঠানিক ভাবে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং পরবর্তীকালে ২০১৬ সালে ডাস্টি রোজ নামে এক শিশুকন্যার জন্ম দেন ।২০১৮ y এই দম্পতি জিও গ্রেস নামের আরেক দ্বিতীয় শিশুকন্যার জন্ম দিয়ে বর্তমান জিবনে সুখে জীবন অতিবাহিত করছেন ।
https://www.banglakhabor.in/৫-টি-অজানা-চোখ-ধাঁধানো-দৃশ/amp/