fbpx
Home রাজনীতি জাতীয় জীবনসঙ্গীর সাথে বয়সের পার্থক্য অনেকটাই বেশি এমন 5 তারকা

জীবনসঙ্গীর সাথে বয়সের পার্থক্য অনেকটাই বেশি এমন 5 তারকা

জীবনসঙ্গীর সাথে বয়সের পার্থক্য মানুষ হিসাব এ সর্বদা একটা সময়কাল পড়ে আমরা একজন সঙ্গীর দরকার অনুভব করি । সমাজে এখনও বেশ কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী নির্বাচনে ক্ষেত্রে অনেক বাদবিচার করা হলেও সমাজে এখনও বহু ক্ষেত্রে নানান উদাহরণ দেখা যায় বাদবিচারহিন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ।

833983 767984 priyanka nick mumbai reception3 crop
DNA India

কখনো কখনো বিভিন্ন উদহারন স্বরূপ দেখা যায় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই জীবন সঙ্গীর সাথে বয়সজনিত পার্থক্য অনেকটা বেশি হয়ে যায় তবে যে এটা অস্বাভাবিক কিছু তা ভাবার দরকার নেই ।

অন্যান্য প্রতিটা জিনিষ এর মতই এগুলোকেও আমাদের স্বাভাবিক বলে মেনে নিতে হবে। আজ এমন কিছুই ব্যক্তিত্ব দের নিয়ে আমাদের আলোচনা যাদের জীবনসঙ্গীর সাথে বয়সের তফাৎ অনেকটাই বেশি ।

সচিন ও অঞ্জলী তেন্ডুলকর


সচিন তেন্ডুলকর নামটি শোনেননি আপনাদের মধ্যে এমন কোনো ভারতীয় আছে তা সন্দেহের বেপার । ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ক্রিকেটার যাকে ” The God of Cricket ” ও বলা হয়ে থাকে । অবাক করার বিষয় না হলেও আপনাদের যদি বলি সচিন তেন্ডুলকর এর স্ত্রী অঞ্জলী তার থেকে প্রায় ৬ বছরের বড়ো এবং তাদের দাম্পত্য জীবন ও যথেষ্ট ভালো ।
১৯৯৫ সালে সচিন অঞ্জলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । প্রথম দিকে তাদের বয়শ জনিত কারণে নানান পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হলেও পরবর্তীকালে পরিবার ও তাদের মেনে নেন ।এবং ব্যক্তিগত জিবনে ও সচিনের সাফল্যতা যে ভারতকে বিশ্বদরবারে তুলে দিয়েছে তা অস্বীকার করা যায় না ।

প্রিয়াঙ্কা চোপরা ও নিক জোনাস

GettyImages 1202222073
Glamour

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্লাটফর্ম প্রিয়াঙ্কা ও নিক কে নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল । বিভিন্ন জায়গায় তাদের প্রেমকাহিনী নিয়ে যথেষ্ট পরিমাণে সমালোচনার ঝড় বয়ে যায় ।তবে সমস্ত বাধা পেরিয়ে সমস্ত সমালোচনা কে পাশে রেখে প্রিয়াঙ্কা ও নিক আইনত ভাবে বিবাহিত হয়ে আবারো প্রমাণ করে দেন ভালোবাসাকে কেউ হারাতে পারে না।
পেশায় প্রিয়াঙ্কা বলিউড এবং হলিউড এরও একজন সফল অভিনেত্রী এবং নিক বিখ্যাত মিউজিশিয়ান এবং হলিউড অভিনেতা । অর্থাৎ ব্যক্তিগত জিবনে যে তারা যথেষ্ট সফল টা আর বলার অপেক্ষা রাখেনা। প্রিয়াঙ্কা ও নিক জোনাস এর বয়সের পার্থক্য প্রায় 10 বছর এর মত তবু যে তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে তার কোনো দৃষ্টান্ত আমরা খুঁজে পাই নি এখনও অবধি ।

লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ক্যামিল্যা মোরন

dicaprio pocket
Just Jared

বিখ্যাত হলিউড মুভি টাইটানিক দেখেন নি কেউ আছেন এমন ? মুভি দেখে থাকলে নিশ্চয়ই মুভির জ্যাক আর রোজ এর প্রেম কাহিনীর কথা মনে আছে ? মুভির জ্যাক আর কেউ নন আমাদের এই লিস্ট এর তৃতীয় ব্যক্তি লিওনার্দো দি ক্যাপ্রিও । তার অন্যজুগল হলেন ক্যামীল্যা মোরন । লিওনার্দো তার থেকে প্রায় ২৩ বছরের বেশি বয়সে বড়ো ।
স্বাভাবিক ভাবে তারা জীবন যাত্রা অতিবাহিত করে এবং উভঁয়েই সফল অভিনেতা ও অভিনেত্রী । তবে তাদের এই ব্যক্তিগত সিদ্ধান্ত কে সমাজ এখনও অবধি ভালো চোখে দেখে না এবং তাতে কোনো ফারাক ও পড়েনি তাদের এবং এমনটাই স্বাভাবিক হওয়া উচিত ।

ম্যাট বোমের এবং সাইমন হলস

matt bomer simon halls
Your Tango

ম্যাট বোমের ৩৪ বছর এর ছিলেন যখন তিনি তার জীবন সঙ্গী হিসাবে সাইমন হলস এর সাথে আবদ্ধ হন ।সাইমন এর বয়স ৪৭ বছর ছিল । দুজনে র এই বিবাহ সূত্রপাত এ ছোটোখাটো অনুষ্ঠান এর ও আয়জন করা হয় ।
বিদেশে এরম সমকামী সম্পর্ক খোলামেলা ভাবে দেখা হলেও ভারতে এই ধরনের ব্যাপার চক্ষু লব্ধ করা খুব মুশকিল ব্যাপার । পেশায় অভিনেতা ও তার স্বামী একজন হলিউড মুভি পাবলিশার হিসাবে দুজনেই যথেষ্ট খ্যাতি সম্পন্ন ।বর্তমানে এই দুই দম্পতি ৩ টি জন সন্তান এর বাবা ।

অ্যাডাম লেভিন এবং বেহাতি প্রিন্সলু

gettyimages 1191319778
Entertainment Tonight

বিখ্যাত আমেরিকান গায়ক অ্যাডাম লেভিন যাকে আমরা বিখ্যাত রক অ্যান্ড পপ ব্যান্ড মারুন 5 এর লিড সিঙ্গার হিসাবে চিনি তার জীবনসঙ্গী ও অর্থাৎ বেহাটি প্রিনসলুও তার থেকে প্রায় ১০বছরের ছোট । অ্যাডাম ৩৪ বছরের ছিলেন যখন তিনি প্রথমবার প্রিনসলু র সাথে সম্পর্কে আবদ্ধ হন ।
২০১৩ সালে তারা আনুষ্ঠানিক ভাবে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং পরবর্তীকালে ২০১৬ সালে ডাস্টি রোজ নামে এক শিশুকন্যার জন্ম দেন ।২০১৮ y এই দম্পতি জিও গ্রেস নামের আরেক দ্বিতীয় শিশুকন্যার জন্ম দিয়ে বর্তমান জিবনে সুখে জীবন অতিবাহিত করছেন ।

https://www.banglakhabor.in/৫-টি-অজানা-চোখ-ধাঁধানো-দৃশ/amp/

NO COMMENTS