নিজস্ব সংবাদদাতা- প্রথম পর্বের ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা তুঙ্গে উঠেছে। বিশেষ করে হেভিওয়েট কেন্দ্রগুলিতে গেরুয়া শিবিরের প্রার্থী কারা হবেন সেই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। এই তালিকায় প্রথম দিকেই আছে শহর কলকাতার দুটি বিধানসভা কেন্দ্র। একটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। অন্যটি খাতায়-কলমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হলেও তাকে মূলত কলকাতার কেন্দ্র বলেই রাজ্যবাসীর একাংশ জানে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে গতবার তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন শোভন চ্যাটার্জি। বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম নেতা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দিতা করুন কিংবা না করুন, সেখানে প্রার্থী হতে চলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গেরুয়া শিবিরের আশা গত লোকসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের থেকে বিজেপি যে সাড়ে তিন হাজার ভোটে পিছিয়ে ছিল সেই ব্যবধান মুছে দিতে সক্ষম হবেন তথাগত বাবু। এক্ষেত্রে তথাগত রায়ের সোচ্চার হিন্দুত্ববাদী অবস্থান অনুঘটকের কাজ করেছে বলে অনেকের অভিমত।

বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে রত্না চ্যাটার্জীকে তৃণমূল প্রার্থী করলে পাল্টা শোভন চ্যাটার্জীর প্রার্থীপদ একরকম নিশ্চিত বলে বিজেপির অভ্যন্তরীণ সূত্রের খবর। রত্না চ্যাটার্জী হলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চ্যাটার্জীর স্ত্রী। তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। সে দিক থেকে দেখতে গেলে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রটি আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম চর্চিত কেন্দ্রে পরিণত হতে চলেছে।

এদিকে সিপিএম সূত্রে জানা গিয়েছে কঙ্কাল কান্ডে জড়িত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে তারা পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করবে। সুশান্ত বাবুর পুরানো গরবেতায় তপন ঘোষকে প্রার্থী করতে চলেছে দল। এছাড়া এবারের প্রার্থী তালিকায় থাকতে পারে টলিউডের দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্রের মতো পরিচিত মুখ।