রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিনোদন জগৎ-এর একঝাঁক তারকাকে ভোটে লড়তে দেখা যাবে। নায়ক থেকে পরিচালক, কমেডিয়ান থেকে গায়িকা, ছোট পর্দার অভিনেত্রী। সবাইকেই দেখা যাবে ভোটের ময়দানে। তৃণমূল, বিজেপি, সিপিএম-সব পক্ষই সেলবেদের প্রার্থী করেছে। তবে তৃণমূল আর বিজেপি-র মধ্যেই সেলেবদের প্রার্থী করার যেন অদৃশ্য প্রতিযোগিতায় নামে।

সেলেবরা প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই, সবার কৌতূহল তাঁরা জিতবেন তো! রাজ্যে ৮ দফার ভোটের ফল আসতে এখনও ঢের বাকি। তার আগে সবার কৌতূহলের একটা প্রাথমিক সমাধানের জন্য থাকল, কোন সেলেবরা ভোটের সম্ভাবনার বিচারে কোন জায়গায় দাঁড়িয়ে।

জয়ের সম্ভাবনাগুলোকে তিনটে ভাগে ভাগ করা হল। যাদের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশের উপরে তাদের রাখা হল সবুজ বিভাগে, যাদের সম্ভাবনা ৫০:৫০ তাদের হলুদ বিভাগে, আর যাদের সম্ভবনা ৫০ শতাংশের নিচে তাদের রাখা হল লাল বিভাগে। পাঠকদের সুবিধার্থেই এমন ভাগ করা হল। একেবারে গত ভোটগুলিতে দলগুলির ভোট পাওয়ার হিসেব ও ভোট ময়দানের পরিস্থিতি বিচার করেই এই ভাগগুলো করা হয়েছে

সবুজ (জয়ের সম্ভাবনা ৬৫% এর উপরে): কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া, তৃণমূল) , চিরঞ্জিৎ চক্রবর্তী (বারাসত, তৃণমূল), অদিতি মুন্সি (রাজারহাট-গোপালপুর, তৃণমূল), লাভলি মৈত্র (সোনারপুর দক্ষিণ, তৃণমূল)

আরও পড়ুন: টালিগঞ্জে বাবুলের জয় ঠিক কতটা কঠিন, বিশ্বাস ভাঙাই চ্যালেঞ্জ

কেন সবুজ: গত বছরের বিধানসভা ভোটের নিরিখে এই চার তৃণমূল সেলেবের কেন্দ্রই মোটের ওপর নিশ্চিত। যদিও ২০১৯ লোকসভা ভোটে এসব কেন্দ্রে তৃণমূলের লিড অনেকটাই কমেছে। এই বিভাগে চিরঞ্জিৎ চক্রবর্তীর নামটা দেখে অনেকে সংশয় প্রকাশ করতে পারেন। কারণ শোনা যাচ্ছিল, চিরঞ্জিৎ নাকি এই কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি। যদিও চিরঞ্জিৎ সেই জল্পনা উড়িয়ে এখান থেকেই লড়ছেন। তাঁকে নিয়ে নিচুতলার একাংশে ক্ষোভ থাকলেও, দিদির সৈনিকরা এবার চিরঞ্জিৎকে জয়ের হ্য়াটট্রিক করাবেন বলে মনে করা হচ্ছে।kl


হলুদ (জয়ের সম্ভাবনা ৫০:৫০): জুন মালিয়া (মেদিনীপুর সদর, তৃণমূল), লকেট চ্যাটার্জি (চূঁচুড়া/হুগলি, বিজেপি) , রাজ চক্রবর্তী (ব্যারাকপুর, তৃণমূল), হিরণ চ্যাটার্জি (খড়গপুর সদর/বিজেপি), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া, তৃণমূল), সোহম চক্রবর্তী (চণ্ডীপুর/পূর্ব মেদিনীপুর, তৃণমূল)

কেন হলুদ: লকেট চ্যাটার্জি ও জুন মালিয়া সবুজ বিভাগে থাকতে পারতেন। কিন্তু মাঠের পরিস্থিতি বলছে, অঙ্ক তাঁদের পক্ষে থাকলেও বাস্তবে লড়াইটা কঠিন। দিলীপ ঘোষের গড় খড়গপুর সদরে হিরণ লড়লেও তাঁর কাজ বেশ কঠিন। কারণ ক মাসে এই কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। হিরণ কতটা দৌড় দিয়ে ড্য়ামেজ কন্ট্রোল করতে পারবেন তার ওপর অনেক কিছু নির্ভর করবে। রাজ চক্রবর্তীর সামনেও কঠিন লড়াই। বিজেপির বিরুদ্ধে লড়াই তো আছেই, ‘চিরদিনই তুমি যা আমার’-এর পরিচালককে লড়তে হচ্ছে দলের নিচুতলার একাংশের ক্ষোভের সঙ্গেও। গতবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে হেরে যাওয়া সোহম আপাতভাবে তৃণমূলের শক্তিশালী কেন্দ্রে দাঁড়ালেও এখানে শুভেন্দু অধিকারী ফ্যাক্টরের জন্য জয়ের ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন না। বাঁকুড়ায় সায়ন্তিকার কাজটা বেশ কঠিন। সায়ন্তিকাকে লাল বিভাগে রাখা যেত, কিন্তু বাঁকুড়ায় তৃণমূলের নিচু তলার উৎসাহ দেখে তাঁকে হলুদেই রাখা হল।

————

লাল (জয়ের সম্ভাবনা ৫০% এর নিচে): বাবুল সুপ্রিয় (টালিগঞ্জ, বিজেপি), পায়েল সরকার (বেহালা পূর্ব, বিজেপি), কৌশানি মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর, তৃণমূল),পাপিয়া অধিকারী ( উলুবেড়িয়া দক্ষিণ,বিজেপি), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ, তৃণমূল), অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ, বিজেপি), তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর/হাওড়া, বিজেপি), যশ দাশগুপ্ত (চণ্ডীতলা/হুগলি, বিজেপি), দেবদূত ঘোষ (টালিগঞ্জ, সিপিএম)

কেন লাল: টালিগঞ্জে বাবুলের কাজটা বেশ কঠিন। ২০১৯ লোকসভায় সারা রাজ্যে বিজেপি দারুণ ফল করলেও যাদবপুর কেন্দ্রে সুবিধা করতে পারেনি। যাদবপুর লোকসভার কেন্দ্রের অধীনেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। টালিগঞ্জে বিজেপি প্রভাব বাড়ালেও তা এখন জয়ের জন্য যথেষ্ট কি না তা নিয়ে সন্দেহ আছে। টালিগঞ্জে এখনও বামেদের প্রভাব বেশ খানিকটা আছে। তাই তৃণমূল বিরোধী ভোট ভাগের প্রবল সম্ভাবনা।

(এই হিসেব শুধুই অঙ্ক ও প্রচার শুরুর মুখে করা হয়েছে। ভোটে সব সময় অঙ্ক মেলে না। প্রচারের শেষে ফ্লোটিং ভোটারদের মত ঘুরে সব হিসেব উল্টে যেতেই পারে। এটা শুধুই একটা প্রাথমিক হিসেব। মাথায় রাখতে হবে ২০১৯ লোকসভায় বিজেপি কিন্তু রাজ্যে সব হিসেব উল্টেই দারুণ ফল করেছিল।)