নিজস্ব সংবাদদাতা- গত সোমবার হুগলির সাহাগঞ্জে বন্ধ ডানলপ কারখানার মাঠে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তার পাল্টা আগামী বুধবার সাহাগঞ্জের ওই মাঠেই জনসভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ওই জনসভায় তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার মনোজ তিওয়ারি। অনেকে এই ঘটনাকে লক্ষ্মীরতন শুক্লার অভাব পূরণ করার প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করছেন।
ঘটনা হল সাহাগঞ্জের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভার আগে গঙ্গা জল ছিটিয়ে গোটা মাঠ ‘পবিত্র’ করেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি নরেন্দ্র মোদি বিজেপির হয়ে জনসভা করার পর গোটা মাঠ অপবিত্র হয়ে গিয়েছে, তাই তারা গোটা জায়গাটিকে পবিত্র করে তোলার চেষ্টা করলেন। এদিকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রূপা গঙ্গোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্বিতীয় দফার মন্ত্রিসভা গঠনের সময় লক্ষ্মীকে ক্রীড়া প্রতিমন্ত্রী করেছিলেন।
পরবর্তীকালে তৃণমূলের সাংগঠনিক রদবদলের সময় অরূপ রায়কে হাওড়া জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে লক্ষ্মীরতন শুক্লাকে জেলা সভাপতি করেন তৃণমূল নেত্রী। কিন্তু মাসখানেক আগে হঠাৎ তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন। সেই সময়ে এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছিলেন খেলাধুলোর দিকে মন দেবেন বলে তিনি আপাতত রাজনীতি থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
লক্ষ্মীরতন শুক্লা বেরিয়ে যাওয়ার ফলে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের যথেষ্ট মুখ পোড়ে। রাজনৈতিক মহল মনে করছে এখনও বাংলার হয়ে সক্রিয় ভাবে খেলে যাওয়া মনোজ তিওয়ারিকে দলে টেনে লক্ষ্মীরতন শুক্লার অভাব কিছুটা মেটানোর চেষ্টা করছে তৃণমূল। অনেকের মতে লক্ষ্মীরতনকে হারিয়ে যে মুখ পুড়েছিল শাসকদলের, মনোজ তিওয়ারিকে দলে টেনে চমক দিয়ে সেই ভাবমূর্তি কিছুটা উদ্ধার করার চেষ্টা করছে তারা।
ঘটনা হল মনোজ তিওয়ারির ভারতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও তিনি বাংলা রঞ্জি দলে এখনও অব্দি সক্রিয়ভাবে খেলে যাচ্ছেন। ভারতীয় দলের হয়ে ১২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে করোনার কারণে এবছর রঞ্জি টুর্নামেন্ট না হওয়ায় ক্রিকেট খেলার চাপ তার ওপর বেশ কম।যদিও এই জল্পনার বিষয়ে মনোজ তিওয়ারির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে খেলা প্রাক্তন ফুটবলার সৌমিক দে সাহাগঞ্জের ওই সভায় তৃণমূলে যোগ দিতে পারেন।