নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে এখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক নেতাদের আক্রমণ প্রতি-আক্রমণে ততই উত্তাপ ছড়াচ্ছে বাংলায়। ২০২১-এ কার দখলে থাকতে চলেছে নীল বাড়ি? লোকসভা নির্বাচনের সাফল্যকে কি ধরে রাখতে পারবে গেরুয়া দল? নাকি তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তুঙ্গে উঠছে জল্পনা।

ভোটের আগে প্রতিবারের মতো এবারেও প্রকাশিত হয়েছে সি ভোটার সমীক্ষা। আর টাইমস নাও (times now) প্রকাশিত এই প্রাক-নির্বাচনী সমীক্ষাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা বঙ্গ রাজনীতির জল্পনা জমিয়ে দিয়েছে এক নিমেষেই।

এপ্রিলের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই, এমনটাই দেখা গেছে সি ভোটার সমীক্ষায়। এই সমীক্ষার ফলাফল বলছে আগামী দিনে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে প্রায় ৫৪.৩%। এছাড়া রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় আর যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন দিলীপ ঘোষ (২২.৬%), মুকুল রায় (৭.৩%), শুভেন্দু অধিকারী (২.৪%), বাবুল সুপ্রিয় (১.৩%), সৌরভ গঙ্গোপাধ্যায় (৪.৫%), সুজন চক্রবর্তী (৪.১%), এবং অধীর চৌধুরী (১.৮%)। আট হাজারেরও বেশি মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন বলে জানিয়েছে টাইমস নাও।

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত দশ বছরের কাজের খতিয়ানও সাফল্যের মুখ দেখেছে সমীক্ষায়। ফলাফল অনুযায়ী, ৪৯.৭% মানুষ মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আশানুরূপ। ৩১% মনে করেছেন তিনি একেবারেই ভালো কাজ করেননি। আর মাঝামাঝি রায় দিয়েছেন ১৮.৫% মানুষ।

অবশ্য এই সি ভোটার সমীক্ষায়, বাংলার নির্বাচনী দৌড়ে বিজেপিকেই এগিয়ে থাকতে দেখা গেছে। এক্ষেত্রে পদ্মফুলের পক্ষে রায় দিয়েছেন ৪১.৬% মানুষ। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৬.৯%। সবমিলিয়ে নির্বাচনী লড়াই যে জমে উঠেছে তা আরো একবার প্রমাণ করল সি ভোটার সমীক্ষা।