নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে বিজেপি। কখনো টলিউড তারকা, কখনো বা গরীব দিনমজুর, গেরুয়া প্রার্থী তালিকায় জায়গা হয়েছে সমাজের প্রায় সব স্তরের মানুষের। তবে গেরুয়া শিবিরের তরফে প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক যার জন্য অপেক্ষা করে ছিল জনগণ, সেটা হয়তো আর হল না। বিজেপির প্রার্থী তালিকায় জায়গা হল না মিঠুন চক্রবর্তীর।

এদিন আরো ১৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে এবারের তালিকাতেও শোনা গেল না বলিউড তথা টলিউড তারকা মিঠুন চক্রবর্তীর নাম। গুজব রটেছিল এবার কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া প্রার্থী হতে পারেন মিঠুন চক্রবর্তী। সেখানকার ঘোষিত প্রার্থী নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে। কিন্তু আজ পরবর্তী দফার প্রার্থী তালিকায় দেখা গেল কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে গেরুয়া টিকিট পেয়েছেন শিবাজী সিংহরায়। সম্প্রতি এ রাজ্যের ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন মিঠুন চক্রবর্তী। তারপর তাঁর ভোটে লড়ার সম্ভাবনা আরো বেড়ে গিয়েছিল।

প্রার্থী তালিকায় বদল করা হয়েছে চৌরঙ্গী কেন্দ্রের নামও। সেখান থেকে কিছুদিন আগেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে গেরুয়া প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘোষণার পরেই তিনি এই দায়িত্ব নিতে অস্বীকার করেন, সাফ জানান, বিজেপিতে যোগই দেননি তিনি। আজ দেখা গেল চৌরঙ্গী থেকে প্রার্থী হয়েছেন দেবব্রত মাজি।

এছাড়া আরও যাঁদের গেরুয়া শিবিরের তরফ থেকে ভোটের টিকিট দেওয়া হয়েছে তাঁরা হলেন গাইঘাটা থেকে মতুয়া মহাসঙ্ঘের অন্যতম সদস্য সুব্রত ঠাকুর , বাগদা থেকে বিদায়ী বিধায়ক বিশ্বজিত দাস। আলিপুরদুয়ার থেকে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বালুরঘাট থেকে। পাহাড়েও এবার প্রার্থী দিয়েছে বিজেপি। তিন আসনে জিএনএলএফের সঙ্গে জোটবদ্ধ হিসেবে প্রার্থী দেওয়া হয়েছে।