নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনে এবার হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে যখন শাসকদলের পক্ষ থেকে নির্বাচনী লড়াইয়ের জন্য ময়দান হিসেবে এই কেন্দ্রকে বেছে নিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তখন নন্দীগ্রাম থেকেই ভূমিপুত্র হিসেবে গেরুয়া পতাকা তলে লড়ছেন শুভেন্দু অধিকারী। এই দুই হেভিওয়েট প্রার্থীর বিপরীতে আরো একটি নাম কিন্তু রয়েছে, লড়াইয়ের ময়দানে সে নাম যত দিন যাচ্ছে ততই হয়ে উঠছে আরো স্পষ্ট। এই নাম হল মীনাক্ষী মুখোপাধ্যায়।
নন্দীগ্রাম থেকে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ৩৭ বছরের এই তরুণী নির্বাচনে খানিক আনকোরা হলেও যুব রাজনীতিতে রীতিমতো পোড়া খাওয়া। প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সামনে এসেছে তাঁর সম্পত্তি ও রোজগারের পরিমাণ। আর তাতেই চোখ কপালে ওঠার জোগাড় রাজনৈতিক মহলের।
নির্বাচনী হলফনামাতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের দেখানো সম্পত্তির পরিমাণ নিতান্তই অল্প। তিনি জানিয়েছেন, মাত্র ৫ হাজার টাকা মাসিক রোজগার করেন তিনি। এই টাকা পূর্ণ সময়ের কর্মী হিসেবে দলের তরফ থেকে তাঁকে দেওয়া হয়। রাজনীতি ছাড়া আপাতত আর কোনো রোজগারের উৎস নেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের। চোখে পড়ার মতো কম এই তরুণী বাম নেত্রীর ব্যাঙ্ক ব্যালেন্সও। জানা গেছে, তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যার একটিতে রয়েছে হাজার পাঁচেক টাকা, এবং অন্যটিতে রয়েছে ৮১১৮১.৭২ টাকা। এছাড়া রয়েছে একটি LIC পলিসি। এর প্রিমিয়াম ৪৭১৭ টাকা।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া একটি মোটরসাইকেল রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের যার বর্তমান বাজার মূল্য ৪০০০০ টাকা। আর কোনোরকম স্থাবর সম্পত্তি, কৃষি বা অকৃষি জমির মালিকানাধীন নন মীনাক্ষী মুখোপাধ্যায়। হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাফল্য কতটা আসবে তা হয়তো বলবে সময়, কিন্তু এবারের ভোটে যে তারুণ্যের স্পর্ধা দেখবে নন্দীগ্রাম, তা জোর গলায় বলা যায়।