নিজস্ব সংবাদদাতা- বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে ফের আর একবার উত্তপ্ত হয়ে উঠল সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা। সাগরদিঘির কাছে প্রশাসন বিজেপির পরিবর্তন যাত্রা রথ আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি কর্মীরা পায়ে হেঁটে মিছিল শুরু করেন।

প্রসঙ্গত দিন তিনেক আগে মুর্শিদাবাদের নওদার কাছে প্রথমবারের জন্য পরিবর্তন যাত্রা আটকে দেয় স্থানীয় পুলিশ। তারা জানিয়েছিল উত্তেজনা প্রবণ অঞ্চলের ওপর দিয়ে এই রথ গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। সেই সময় বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছিল প্রশাসন তাদের সঠিক তথ্য দেয়নি বলেই তারা এই অঞ্চলের ওপর দিয়ে পরিবর্তন যাত্রা রথ নিয়ে যাচ্ছে। সে যাত্রায় জেলা পুলিশের দাবি মতো যাত্রাপথ পরিবর্তন করে বহরমপুর বাইপাস ধরায় পরিবর্তন যাত্রা আবার শুরু হয়।

একই জেলায় বারবার তাদের রথ আটকানোর ফলে ব্যাপক ক্ষুব্দ হয়ে উঠেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা বারবার দাবি করছেন ইচ্ছাকৃতভাবেই তৃণমূলের নির্দেশে জেলা পুলিশ তাদের রথ আটকিয়েছে। আজ বেলার দিকে সাগরদিঘির কাছে সাগরদিঘী-রঘুনাথগঞ্জ জাতীয় সড়কের ওপর মানিক গ্রামের কাছে বিজেপির রথ আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

ঘটনা হল লালকৃষ্ণ আদবানি যখন দেশজুড়ে হিন্দুত্বের ঢেউ তোলার জন্য রথযাত্রায় বেরিয়েছিলেন সেইসময় বিহারে তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তার রথ আটকান। যদিও পরবর্তীকালে একাধিক বিজেপি নেতা নির্বাচনের আগে রথের পিঠে সওয়ার হয়েছেন। এবারে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের সম্ভাবনা থাকায় পরিবর্তন যাত্রা নামে রাজ্যজুড়ে রথ বার করেছে বিজেপি‌। এই রথযাত্রা নিয়ে বারবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রথ যাত্রার নামে ফাইভ স্টার হোটেলের ব্যবস্থাপনায় বিজেপির নেতারা রাস্তায় নেমেছেন। এমনকি এই রথ যাত্রায় বিরিয়ানি ও মাংসের পদ খাওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

বিজেপির পাল্টা দাবি তাদের পরিবর্তন যাত্রা রাজ্যের হিংসা-হানাহানির রাজনৈতিক সংস্কৃতি পাল্টানোর জন্য। বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে পরিবর্তন যাত্রার ফলে তৃণমূল নেত্রী ভয় পেয়ে বারবার তাদের নিশানা বানাচ্ছেন।