নিজস্ব সংবাদদাতা- দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে টানাপোড়েন থেমেও যেন থামছে না। রায়দিঘির বর্তমান বিধায়ক আজ জানিয়ে দিলেন তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেটা অন্য কোনো কেন্দ্র থেকে করবেন। এই অভিনেত্রী রাজনীতিবিদের অভিযোগ তার নিজের দল তৃণমূলের একাংশ তাকে চরম অপমান করেছে। সেই জন্যই তিনি রায়দিঘি থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। পাশাপাশি বিজেপিতে যাওয়ার জল্পনাও একেবারে নস্যাৎ করে দেননি তিনি।
দেবশ্রী রায় দ্বিতীয় বার রায়দিঘির বিধায়ক হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও তিনি নিজে বারবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করে এসেছেন। উল্টে অভিযোগ করেছেন তার বদনাম করার জন্য ষড়যন্ত্র করে তাকে টোটো কেলেঙ্কারিতে জড়িয়ে দেওয়া হচ্ছে। আজ প্রকাশ্যে অভিযোগ করলেন রায়দিঘির তৃণমূল নেতৃত্বের একাংশ তাকে পছন্দ করেন না বলেই টোটো কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে দিয়েছিল। সম্প্রতি বিজেপি নেতা শোভন চ্যাটার্জি তার বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে রায়দিঘিতে দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে অভিযোগ করেছিলেন দেবশ্রী রায় টোটো কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সেই সঙ্গে তিনি তৃণমূলের থাকাকালীন এই অভিনেত্রীকে রায়দিঘি কেন্দ্র থেকে দায়িত্ব নিয়ে জিতিয়ে নিয়ে আসার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কলকাতার প্রাক্তন মেয়ার তথা আধুনা বিজেপি নেতা শোভন চ্যাটার্জীর ক্ষমাপ্রার্থনা যে পুরোটাই রাজনৈতিক চাল তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগ তুলে আদালতে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দেবশ্রী। ঘটনাচক্রে শোভন চ্যাটার্জীর আইনত স্ত্রী রত্না চ্যাটার্জী সেই সময় জানিয়েছিলেন এই মানহানির মামলায় তিনি দেবশ্রী রায়ের সাক্ষী হবেন।
দেবশ্রী রায় আজ জানান আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে রায়দিঘি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তা খুব শীঘ্রই দলকে জানিয়ে দেবেন। দল যদি তাকে অন্য কোনো কেন্দ্রে প্রার্থী করতে চায় তবে তিনি যে সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করবেন তাও পরিষ্কার করে দিয়েছেন। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলে তাতে তিনি ভেবে দেখবেন বলে মন্তব্য করেন। এরপরই জল্পনা ছড়িয়েছে দেবশ্রী রায়ের কাছে ফুল নয়, রাজনৈতিক অঙ্গনটাই মুখ্য। যে তাকে বিধায়ক হওয়ার সুযোগ দেবে, তিনি সেই দিকেই ভিড়বেন।