নিজস্ব সংবাদদাতা: ২মে ভোটের ফলাফল বেরোতেই পরিষ্কার হয়ে যায় যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারও ক্ষমতায় ফিরছে তৃণমূল। এরপর গত বুধবার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে নিজের শপথ গ্রহণ সেরে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিধায়করাও ইতিমধ্যেই বিধানসভায় গিয়ে শপথ নিয়ে ফেলেছেন। আর এবার আজ, সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। সূত্রের খবর, আজ সকাল ১০:৪৫-এ রাজভবনের থ্রোন রুমে শপথ নিতে চলেছেন রাজ্য মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হবেন ২৪ জন। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন হবেন।

গতকাল নয়া মন্ত্রীদের যেই তালিকা পাঠানো হয়েছে তাতে দেখা গিয়েছে মমতার নতুন মন্ত্রিসভাতেও পুরনো মন্ত্রীদের অনেকেই থাকছেন। তবে সেই সঙ্গে এ বার ১৭ জন নতুন মুখও দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু অনেককে অবাক করেছে সেই তালিকায় মদন মিত্রের নাম না থাকা। কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকা থেকে বাদ গিয়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণ তথা ক্রীড়ামন্ত্রীর নাম। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও।

রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপোলি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। উল্লেখ্য, বরাবরই পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবেই পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার রাজ্যের মন্ত্রিত্ব পাচ্ছেন। পাশাপাশি মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীরই শিউলি সাহা।

দেখে নিন মন্ত্রিসভার সদস্যদের নাম:

পূর্ণমন্ত্রী-

১. সুব্রত মুখোপাধ্যায়
২. পার্থ চট্টোপাধ্যায়
৩. অমিত মিত্র
৪. সাধন পাণ্ডে
৫. জ্যোতিপ্রিয় মল্লিক
৬. বঙ্কিম চন্দ্র হাজরা
৭. মানস রঞ্জন ভুঁইয়া
৮. সৌমেন কুমার মহাপাত্র
৯. মলয় ঘটক
১০. অরূপ বিশ্বাস
১১. উজ্জ্বল বিশ্বাস
১২. অরূপ রায়
১৩. রথিন ঘোষ
১৪. ফিরহাদ হাকিম
১৫. চন্দ্রনাথ সিনহা
১৬. শোভনদেব চট্টোপাধ্যায়
১৭. ব্রাত্য বসু
১৮. পুলক রায়
১৯. ডা. শশী পাঁজা
২০. গোলাম রব্বানি
২১. বিপ্লব মিত্র
২২. জাভেদ আহমেদ খান
২৩. স্বপন দেবনাথ
২৪. সিদ্দিকুল্লা চৌধুরি

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত)

১. বেচারাম মান্না
২. সুব্রত সাহা
৩. হুমায়ুন কবীর
৪. অখিল গিরি
৫. চন্দ্রিমা ভট্টাচার্য
৬. রত্না দে নাগ
৭. সন্ধ্যারানি টুডু
৮. বুলুচিক বরাইক
৯. সুজিত বোস
১০. ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী

১. দিলীপ মণ্ডল
২. আখরুজ্জামান
৩. শিউলি সাহা
৪. শ্রীকান্ত মাহাতো
৫. সাবিনা ইয়াসমিন
৬. বীরবাহা হাঁসদা
৭. জ্যোৎস্না মাণ্ডি
৮. পরেশচন্দ্র অধিকারী
৯. মনোজ তিওয়ারি