শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের ব্যাবহার:
শীতের শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক আদ্রতা হারিয়ে ফেলে, রুক্ষ হয়ে যায়। আর এই শীতের মরশুমে ত্বকের আদ্রতা বজায় রাখতে দারুন কার্যকরী গ্লিসারিন। আসুন জেনে নি ত্বকের যত্নে গ্লিসারিনের ব্যাবহার–

১) ত্বকের জেল্লা বাড়ায়-
গ্লিসারিনের মধ্যে থাকে হিউমেকট্যান্ট এবং হাইগ্রোস্কোপিক উপাদান যা তৈলাক্ত ত্বকে জেল্লা ফিরিয়ে আনে।

২) টোনার হিসেবে–
একটি স্প্রে বোতলে সমপরিমাণ গ্লিরাসিন ও গোলাপজল মেশিয়ে সেটিকে টোনার হিসাবে ব্যাবহার করুন। নিয়মিত কিছুদিন এই টোনার ব্যাবহার করলে ফল পাবেন হাতেনাতে।

৩) ময়েশ্চারাইজার হিসেবে–
খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন। লাবণ্যময় ত্বক পেতে রোজ রাতে ঘুমানোর আগে ত্বকে সরাসরি গ্লিসারিন ম্যাসাজ করুন।

৪) ত্বকের বলিরেখা দূর করতে–
ভিটামিন ই ক্যাপসুল থেকে ভিটামিন ই অয়েল সংগ্রহ করে গ্লিসারিনের সঙ্গে মেশান। নিয়মিত এটি ম্যাসাজ করুন। এতে ত্বকের বলিরেখা দূর হয়ে ত্বক হবে টানটান ।

৫) গোড়ালি ফাটা রুখতে–
শীতে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা একটি বড় সমস্যা। তাই প্রতি রাতে ভালো করে গোড়ালি পরিষ্কার করে তাতে গ্লিসারিন লাগিয়ে ঘুমোন। এতে দূর হবে পা ফাটা।

৬) ত্বকের উজ্জ্বল্য বাড়াতে–
নরম,কোমল ও উজ্জ্বল ত্বক পেতে মুলতানি মাটির সাথে একটু মধু ও গ্লিসারিন মিশিয়ে মাখুন । এতে ফিরে পাবেন আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল্য।

এই শীতের মরশুমে আপনিও এইভাবে গ্লিসারিন ব্যাবহার করুন, আর কোমল,উজ্জ্বল, জেল্লাদার ত্বক পান সহজেই।