fbpx
Home অফবিট ধর্মকথা শুভ কৃষ্ণ জন্মাষ্টমী : আপনাদের মঙ্গলকামনার জন্য রইলো কিছু মন্ত্র

শুভ কৃষ্ণ জন্মাষ্টমী : আপনাদের মঙ্গলকামনার জন্য রইলো কিছু মন্ত্র

18 এবং 19 আগস্ট উভয় তারিখে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হচ্ছে, যার জন্য সর্বত্র চলছে প্রস্তুতি। জ্যোতির্বিদ পন্ডিত নরেন্দ্র উপাধ্যায় জানান, ১৯ আগস্ট অষ্টমী তিথির মান মধ্যরাতের পর সারাদিন দুপুর ১:০৬ পর্যন্ত থাকবে। কৃত্তিকা নক্ষত্রও বিকাল ৪:৫৮ পর্যন্ত দিনরাত পূর্ণ। এই দিনে ধ্রুব যোগ সারাদিন এবং মধ্যরাতের পর দুপুর ১:০৬ পর্যন্ত। ছাত্র নামে একটি শিল্প যোগও গড়ে উঠছে। যারা উপবাস করছেন তারা ২০ তারিখ সকালে পরাণ করবেন, তার আগে রোহিণী নক্ষত্রও পাওয়া যাচ্ছে।তাই এ বছর জন্মাষ্টমী অত্যন্ত শুভ। এই উপলক্ষে, আপনি আপনার প্রিয়জনকে জন্মাষ্টমীর শুভেচ্ছা পাঠান।

কিছু মন্ত্র আপনাদের জন্য রইল যেগুলোর বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। মন দিয়ে পাঠ করলে সব মনকামনা পূর্ণ হবে।

কৃষ্ণকে প্রসন্ন করার জন্য পাঠ করুন এই মন্ত্র

করারবিন্দে পদারবিংদ্ম মুখারবিন্দ বিনিবেশয়ন্তম।

বটস্য পত্রস্য পুটে শয়ানম বালং মুকুংদ্ম মনসা স্মরামি।।

ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।

প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।।

পাপ, তাপ নাশের মন্ত্র

ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বোত্পত্যাদি হেতবে।

তাপত্রয়ে বিনাশায় শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ

Janmashtami : শুভ কৃষ্ণ জন্মাষ্টমী

সন্তান লাভের জন্য মন্ত্র

ওম দেবকীসুতগোবিন্দ বাসুদেবজগত্পতে।

দেহি মে তনয়ং কৃষ্ণ ত্বামহং শরণং গতঃ।।

মনস্কামনা সিদ্ধির মন্ত্র

মূকং করোতি বাচালং পঙ্গুং লঁঘয়তে গিরিম।

যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম্।।

সর্বসিদ্ধির মন্ত্র

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।

বিশেষ আশীর্বাদ লাভের মন্ত্র

শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারীহে নাথ নারায়ণ বাসুদেবা।।

পিতু মাতা স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেবা।।

NO COMMENTS