নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন স্বয়ং দলনেত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে যে তিনি সহজে ভাঙতে দিচ্ছেন না, এদিন সেটাই স্পষ্ট করলেন তৃণমূলের তারকা প্রার্থী। রাজনীতির আঙিনাতেও নিয়ে এলেন টলিউডের ডায়লগবাজি।
রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগ দিয়ে জনতাকে উত্তেজিত করার সাম্প্রতিক প্রথা শুরু করেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। এদিন তাঁর দেখানো রাস্তাতেই যেন হাঁটতে চাইলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে জোর গলায় তিনি বলে উঠলেন, “মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফুঁ দিয়ে খা।”
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত এক ছবির ডায়লগ মঙ্গলবার এভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহার করেছেন অভিনেত্রী। ডায়লগ উচ্চারণের সময় তাঁর পাশেই ছিলেন তৃণমূল নেতা কল্যখণ বন্দ্যোপাধ্যায়। তবে রাজনীতির আঙিনায় পরিচিত এই ডায়লগকে খানিক বদলে দিয়েছেন সায়ন্তিকা। এদিন তিনি তুড়ি মেরে বলেন, “এবার আমি বলব, ‘মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি পত্তর গুটিয়ে এখান থেকে যা।” অভিনেত্রীর এহেন ডায়লগবাজিতে স্বভাবতই করতালি এবং ঘাসফুল সমর্থকদের হর্ষধ্বনিতে ফেটে পড়ে বৈঠক চত্বর। বস্তুত, ডায়লগবাজিতে যে তিনিও কিছু কম যান না, এদিন সেটাই যেন প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিলেন তারকা প্রার্থী। সেই সঙ্গে বিনোদন জগতের জনপ্রিয়তাকে রাজনীতির মঞ্চে কাজে লাগানোর ইঙ্গিতও স্পষ্ট হল এদিনের ঘটনায়।
উল্লেখ্য, এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় টলিউড তারকাদের ছড়াছড়ি। মূলত তারকাদের জনপ্রিয়র উপর ভর করেই যে ভোট বৈতরণী পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী তালিকা থেকে পাওয়া গেছে সেই ইঙ্গিত। কিন্তু বাদ পড়া তৃণমূল নেতা নেত্রীরা এর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। ঝাঁকে ঝাঁকে যোগ দিয়েছেন বিজেপিতেও।