নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে যখন দলবদল, ধর্মীয় অনুসঙ্গ আর রাজনৈতিক হিংসার আবহে উত্তপ্ত বাংলা, তখন সবার জন্য শিক্ষা, নতুন শিল্প ও চাকরির দাবিতে রাস্তায় নেমেছিলেন বামপন্থী দলগুলি। বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে পুলিশি সক্রিয়তার ছবি দেখেছে রাজ্যের মানুষ এবার তাতে যুক্ত হল নতুন উদ্বেগ। আন্দোলনে পা মিলিয়ে নিখোঁজ হলেন এক সিপিএম কর্মী।
জানা গেছে, বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানে যোগ দেওয়ার পর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি সিপিআইএম কর্মী দীপক পাঁজার। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপক বাবু কলকাতার নবান্ন অভিযানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে ছিলেন। কিন্তু তিন দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।
দীপক পাঁজা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাহারকোটা গ্রামের বাসিন্দা। তাঁর না ফেরায় স্বভাবতই দুশ্চিন্তায় গ্রাস করেছে পরিবারকে। কোনো রাজনৈতিক হিংসার শিকার হননি তো দীপক? আশঙ্কার প্রহর গুনছে গোটা পরিবার। নিখোঁজ ওই বাম কর্মীর ভাই অমৃত পাঁজা জানিয়েছেন, “বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা খুবই বিভ্রান্ত। প্রার্থনা করছি ও যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।” ইতিমধ্যে পাঁশকুড়া থানায় নিখোঁজ ব্যক্তির কথা জানিয়ে ডায়েরি করা হয়েছে।
কর্মীর জন্য দলের তরফ থেকে নিউমার্কেট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলেও জানা গেছে সূত্রের খবরে। এ ব্যাপারে এলাকার সিপিআইএম বিধায়ক ইব্রাহিম আলি বলেন, “এই ঘটনার সম্পূর্ণ দায় তৃণমূল সরকারের পুলিশের। যাঁরা আক্রান্ত, নিখোঁজ হয়েছে তাঁদের দায় নিতে হবে।” দলের তরফ থেকেও খোঁজ খবরে ত্রুটি করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, খোঁজ করছেন তাঁরাও।